Ajker Patrika

মারাঠিতে অভিষেকেই বাজিমাত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১: ৪৯
মারাঠিতে অভিষেকেই বাজিমাত

রীতেশ দেশমুখের সঙ্গে বিয়ের পর অভিনয়ে আর দেখা যায়নি বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে। সর্বশেষ বড় পর্দায় তাঁকে দেখা গেছে দশ বছর আগে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফের অভিনয়ে ফিরেছেন জেনেলিয়া। তবে বলিউডে নয়, স্বামী রীতেশ দেশমুখের পরিচালনায় মারাঠি সিনেমা ‘বেদ’ দিয়ে ফিরেছেন তিনি। সহশিল্পী হিসেবেও পেয়েছেন জীবনসঙ্গীকে। একই সঙ্গে এই সিনেমা দিয়ে মারাঠি ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে তাঁর। আর অভিষেকেই বাজিমাত করেছেন জেনেলিয়া।

১৫ কোটি রুপি বাজেটের সিনেমা ‘বেদ’ প্রথম সপ্তাহেই আয় করেছে ২০ কোটি রুপির বেশি। করোনা পরিস্থিতির পর প্রথম সপ্তাহ শেষে এটিই মারাঠি সিনেমার সর্বোচ্চ আয়।

২০১৯ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘মাজিলি’র মারাঠি রিমেক এটি। কাকতালীয়ভাবে মূল তেলুগু সিনেমায় অভিনয় করেন সেই সময়ের তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু।

জেনেলিয়ার প্রত্যাবর্তনের সঙ্গে এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে রীতেশ দেশমুখের। তাই ‘বেদ’কে ‘বিশেষ কিছু’ বলে উল্লেখ করেছেন জেনেলিয়া। দীর্ঘ সময় পর বড় পর্দায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম, কাজ নয় পরিবারকেই সময় দেব। বিয়ের আগে অনেক কাজ করেছি আমি। তাই মনে হয়েছিল, এখন বিরতি দরকার। তবে ফেরার ভাবনা সব সময়ই মাথায় ছিল। আমি মনে করি, অভিনয়শিল্পী হিসেবে আমার এখনো অনেক কিছু দেওয়ার সুযোগ আছে।’

এখন থেকে অভিনয়ে নিয়মিত হওয়ার কথা জানিয়েছেন জেনেলিয়া। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেনেলিয়ার। কাজ করেছেন দক্ষিণী সিনেমায়ও। ২০১২ সালে রীতেশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত