Ajker Patrika

বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৩
বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরের ইসলামপুর উপজেলায় মুক্ত দিবসে বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। গতকাল মঙ্গলবার উপজেলার চর বাটিকামারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর বাড়িতে বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে ইসলামপুর উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সিরাজাবাদ গ্রাম থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এখান থেকেই মুক্তিযোদ্ধারা অভিযান পরিচালনা করে উপজেলাকে হানাদারমুক্ত করেন। তাই উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য এই গ্রামে প্রথম ‘বীর নিবাস’ উদ্বোধন করা হলো।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলায় ১২ জন মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ

করা হবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপি) জাহিদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত