নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর পাঁচ মাসের কিছু বেশি সময় বাকি। তবে এখনো বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। ১০ দলের বিশ্বকাপে গতবারের মতো এবারও প্রতি দল ৯টি ম্যাচ খেলবে। সূচি ঘোষণা না হওয়ায় কোন দল কার বিপক্ষে, কোন ভেন্যুতে খেলবে, তা এখনো জানা যায়নি।
বিশ্বকাপ সূচি কবে
কদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৩তম ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে পারে ৫ অক্টোবর। ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর। বিশ্বকাপ সূচি নিয়ে এর বেশি ধারণা না থাকায় ভালোভাবে পরিকল্পনা করতে সমস্যা হচ্ছে বেশির ভাগ দলের।
গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল বাংলাদেশ দলের তিন দিনের রুদ্ধদ্বার ক্যাম্পের শেষ দিন। অনুশীলন শুরুর আগে বিশ্বকাপ সূচি নিয়ে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এটা শুধু আমাদের নয়, সবার ওপরেই প্রভাব পড়ছে। আমার মনে হয়, ভারত দ্রুতই (সূচি) ঘোষণা করবে। আগে ঘোষণা করা হলে ভালো হয়। খানিক স্বচ্ছ ধারণা পাওয়া যায়।’
১০ দলের ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশসহ সাতটি দল। আগামী মে মাসে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পর বোঝা যাবে ৮ম দল হিসেবে আয়ারল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি দুটি দল ঠিক হবে আগামী জুনে জিম্বাবুয়েতে হতে যাওয়া ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো টেস্ট খেলুড়ে দলগুলোও খেলবে।
লিটন পরেই যাবেন ইংল্যান্ডে
ভেন্যু হিসেবে স্বাগতিক ভারত অবশ্য ১২টি শহরের নাম ঘোষণা করেছে। তবে সব দল চূড়ান্ত হওয়া, পাকিস্তানের ভারতে গিয়ে খেলার মতো কিছু বিষয়ের কারণে হয়তো সূচি ঘোষণায় দেরি হচ্ছে। সূচি ঠিক না হলেও বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে দুই ভাগে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথম ধাপে যাবে একটা অংশ। দ্বিতীয় ধাপে আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে ইংল্যান্ডে রওনা দেবেন ক্রিকেটাররা। জানা গেছে, আইপিএল থেকে হঠাৎ দেশে ফেরা লিটন দাস দলের সঙ্গে যাচ্ছেন না। পূর্বপরিকল্পনা অনুযায়ী ৫ মে দলে যোগ দেবেন তারকা ওপেনার।
আক্রমণাত্মক ক্রিকেটের দর্শন
আইপিএল খেলতে ভারতে যাওয়া সিলেটের ক্যাম্পেও ছিলেন না লিটন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকেও পায়নি দল। তবে তিন দিনের ক্যাম্প নিয়ে দারুণ খুশি হাথুরুসিংহে, ‘কন্ডিশন নিয়ে খুবই খুশি। আমরা যেমন চেয়েছিলাম, তেমন পিচ-কন্ডিশন তৈরি করতে তারা কঠোর পরিশ্রম করেছে। আমাদের খুব ভালো (প্রস্তুতি)। ছেলেদের উদ্যম, ইনটেনসিটি খুব ভালো ছিল, আমি এটাতে খুশি।’
হাথুরু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতায় একটা পরিবর্তন দেখা যাচ্ছে; বিশেষ করে আক্রমণাত্মক ক্রিকেটের মন্ত্র দেওয়া হয়েছে রনি-হৃদয়দের মনে। হাথুরু তাঁর আক্রমণাত্মক ক্রিকেটের দর্শনের একটি ব্যাখ্যা দিয়েছেন কাল, ‘মানসিকতা সব সময় থাকবে ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার। এর মানে এমন নয় যে বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে।
আক্রমণাত্মক ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী মানসিকতা নিয়ে করা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আক্রমণাত্মক থাকা। সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ডিং সাজানো অথবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদের এই স্বাধীনতা দিতে চাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর পাঁচ মাসের কিছু বেশি সময় বাকি। তবে এখনো বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। ১০ দলের বিশ্বকাপে গতবারের মতো এবারও প্রতি দল ৯টি ম্যাচ খেলবে। সূচি ঘোষণা না হওয়ায় কোন দল কার বিপক্ষে, কোন ভেন্যুতে খেলবে, তা এখনো জানা যায়নি।
বিশ্বকাপ সূচি কবে
কদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৩তম ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে পারে ৫ অক্টোবর। ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর। বিশ্বকাপ সূচি নিয়ে এর বেশি ধারণা না থাকায় ভালোভাবে পরিকল্পনা করতে সমস্যা হচ্ছে বেশির ভাগ দলের।
গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল বাংলাদেশ দলের তিন দিনের রুদ্ধদ্বার ক্যাম্পের শেষ দিন। অনুশীলন শুরুর আগে বিশ্বকাপ সূচি নিয়ে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এটা শুধু আমাদের নয়, সবার ওপরেই প্রভাব পড়ছে। আমার মনে হয়, ভারত দ্রুতই (সূচি) ঘোষণা করবে। আগে ঘোষণা করা হলে ভালো হয়। খানিক স্বচ্ছ ধারণা পাওয়া যায়।’
১০ দলের ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশসহ সাতটি দল। আগামী মে মাসে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পর বোঝা যাবে ৮ম দল হিসেবে আয়ারল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি দুটি দল ঠিক হবে আগামী জুনে জিম্বাবুয়েতে হতে যাওয়া ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো টেস্ট খেলুড়ে দলগুলোও খেলবে।
লিটন পরেই যাবেন ইংল্যান্ডে
ভেন্যু হিসেবে স্বাগতিক ভারত অবশ্য ১২টি শহরের নাম ঘোষণা করেছে। তবে সব দল চূড়ান্ত হওয়া, পাকিস্তানের ভারতে গিয়ে খেলার মতো কিছু বিষয়ের কারণে হয়তো সূচি ঘোষণায় দেরি হচ্ছে। সূচি ঠিক না হলেও বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে দুই ভাগে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথম ধাপে যাবে একটা অংশ। দ্বিতীয় ধাপে আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে ইংল্যান্ডে রওনা দেবেন ক্রিকেটাররা। জানা গেছে, আইপিএল থেকে হঠাৎ দেশে ফেরা লিটন দাস দলের সঙ্গে যাচ্ছেন না। পূর্বপরিকল্পনা অনুযায়ী ৫ মে দলে যোগ দেবেন তারকা ওপেনার।
আক্রমণাত্মক ক্রিকেটের দর্শন
আইপিএল খেলতে ভারতে যাওয়া সিলেটের ক্যাম্পেও ছিলেন না লিটন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকেও পায়নি দল। তবে তিন দিনের ক্যাম্প নিয়ে দারুণ খুশি হাথুরুসিংহে, ‘কন্ডিশন নিয়ে খুবই খুশি। আমরা যেমন চেয়েছিলাম, তেমন পিচ-কন্ডিশন তৈরি করতে তারা কঠোর পরিশ্রম করেছে। আমাদের খুব ভালো (প্রস্তুতি)। ছেলেদের উদ্যম, ইনটেনসিটি খুব ভালো ছিল, আমি এটাতে খুশি।’
হাথুরু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতায় একটা পরিবর্তন দেখা যাচ্ছে; বিশেষ করে আক্রমণাত্মক ক্রিকেটের মন্ত্র দেওয়া হয়েছে রনি-হৃদয়দের মনে। হাথুরু তাঁর আক্রমণাত্মক ক্রিকেটের দর্শনের একটি ব্যাখ্যা দিয়েছেন কাল, ‘মানসিকতা সব সময় থাকবে ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার। এর মানে এমন নয় যে বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে।
আক্রমণাত্মক ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী মানসিকতা নিয়ে করা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আক্রমণাত্মক থাকা। সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ডিং সাজানো অথবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদের এই স্বাধীনতা দিতে চাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫