Ajker Patrika

‘মাই ডক্টর’ অ্যাপে সেবা চিকিৎসক দম্পতির

মিন্টু মিয়া, নান্দাইল
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ১৬
‘মাই ডক্টর’ অ্যাপে সেবা চিকিৎসক দম্পতির

নান্দাইলে ‘মাই ডক্টর’ অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা দিচ্ছেন এক চিকিৎসক দম্পতি। তাঁরা হলেন ইমদাদুল মাগফুর ও তাঁর স্ত্রী নুসরাত শাহরিন। ইমদাদুল চিকিৎসক এবং আইসিটির মুখপাত্র। তার কর্মস্থল উপজেলার প্রত্যন্ত দরিল্লা উপ-স্বাস্থ্যকেন্দ্র। আর স্ত্রী নুসরাত শাহরিন গাইনি বিষয়ের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক। তিনি কর্মরত রয়েছেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে। তিনি চিকিৎসার পাশাপাশি রোগীদের আল্ট্রাসনোগ্রামও করেন।

ইমদাদুল মাগফুর জানান, ‘মাই ডক্টর’ নামে চিকিৎসা বিষয়ক অ্যাপটি উদ্ভাবন করেছেন তিনি। এতে প্রত্যন্ত অঞ্চলের রোগী সরাসরি ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁর সমস্যাগুলো জানিয়ে চিকিৎসা নিতে পারবেন। এর মাধ্যমে রোগী তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর যুক্ত করলে নিজের পরিচয়সহ রোগীর বিস্তারিত বিবরণ চিকিৎসকের কাছে চলে আসে। পরে চিকিৎসক রোগের বিসয়ে যাবতীয় সেবা দেন। রোগী যতবার অ্যাপের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে কথা বলবে, ততবার তার রোগের তথ্য চিকিৎসকের কাছে ভেসে উঠবে।

ইমদাদুল মাগফুর স্ত্রী নুসরাত শাহরিন ৩৯ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁরা নান্দাইলের অসহায় ও গরিব মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের সেবা দিচ্ছেন তাঁরা। প্রতি বুধবার অ্যাপের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে বসে সেবা দেওয়া হয়। ইতিমধ্যে নান্দাইলে অ্যাপটি বেশ সাড়া ফেলেছে।

খোদেজা আক্তার নামে এক নারী বলেন, মাই ডক্টর অ্যাপের মাধ্যমে সহজে চিকিৎসা নেওয়া যায়। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।

চিকিৎসক ইমদাদুল মাগফুর বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বপ্নের মেলবন্ধন এই অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে সদরে বসেও রোগীদের সেবা দিতে পারছি। এতে রোগীদের ৩-৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। ওষুধপত্র দিতেও কোনো সমস্যা হয় না। অ্যাপটি আরও উন্নয়ন করে ঘরে ঘরে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ বলেন, ‘ডিজিটাল অ্যাপ পদ্ধতির মাধ্যমে একাধিক চিকিৎসকের পরামর্শে রোগীর চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। অ্যাপের মাধ্যমে সব এলাকার মানুষ সহজে সেবা নিতে পারবে। মাগফুরের মতো উদ্যোগী, বিনয়ী, চিকিৎসকের বাংলাদেশে আরও প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত