Ajker Patrika

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবেয়া

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫: ০০
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবেয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেয়ে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থী রাবেয়া জান্নাত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ওপর ভিত্তি করে এবার ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রাবেয়া জান্নাতের নাম রয়েছে। তিনি বিবিএতে ৩.৯৩ ও এমবিএতে ৩.৯৫ সিজিপিএ পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মেধা তালিকায় শীর্ষে রয়েছেন। রাবেয়া জান্নাত নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের মোহল্লা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সামসুল হকের একমাত্র মেয়ে।

রাবেয়া জান্নাত বলেন, ‘এই সংবাদে শোনার পর আমার শ্বশুর সবচেয়ে বেশি খুশি হতেন। কিন্তু তিনি বেঁচে নেই। আমার পড়ালেখার ব্যাপারে তাঁর আগ্রহের কোনো কমতি ছিল না। আমার এ অর্জনে পরিবার, বিভাগের সকল শিক্ষক ও কাছের বন্ধু-বান্ধবীসহ সবার প্রতি কৃতজ্ঞ। আমি শিক্ষক হতে চাই।’

এলাকাবাসীরা বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়ে তিনি নবীনগরের সম্মান বাড়িয়েছেন। আমরাও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত