Ajker Patrika

বিপিএলের সময় নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১১: ১০
বিপিএলের সময় নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি

আগামী চার বছরের ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি। তবে এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে এফটিপি। সূচি অনুযায়ী, জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ফাঁকা সময় চেয়েছে বিসিবি।

এরই মধ্যে বিপিএলের আগাম সূচি ও দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি বিক্রির ঘোষণাও দিয়েছে বিসিবি। তারা আত্মবিশ্বাসী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে আরও চারটি বোর্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকলেও বিপিএলে বিদেশি তারকা কিংবা ভালো মানের ক্রিকেটার পেতে অসুবিধা হবে না।

গতকাল মিরপুরে বোর্ড সভা শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিন বছর মেয়াদে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এক সপ্তাহের মধ্যেই দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শুরু হবে।

গত ১০ বছরে বিপিএলের আটটি পর্ব হয়ে গেলেও এত দিন ছিল না কোনো দীর্ঘমেয়াদি ফ্র্যাঞ্চাইজি-পদ্ধতি। একই সঙ্গে আয়োজনের সময় বারবার পরিবর্তন হওয়ায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়াও দলগুলোর কাছে কঠিন ছিল। তিন বছর মেয়াদে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি হলে এসব সমস্যা দূর হওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে, সেটা নির্ধারণ হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য দেব। টুর্নামেন্ট হবে সাত দলের। যেহেতু সময় ঠিক হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে বাকি প্রক্রিয়াও দ্রুত শেষ হয়ে যাবে। এবার কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে।’

আগামী তিন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল আয়োজন করতে চাইছে বিসিবি। বিপিএলের নবম আসর শুরুর সম্ভাব্য তারিখ ২০২৩ সালের ৫ জানুয়ারি, যেটি শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এ তিন বছর শেষে বিপিএলের পরের পর্বগুলো ডিসেম্বরের পুরোনো ‘স্লটে’ ফিরিয়ে আনার লক্ষ্য বিসিবির।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএলের সঙ্গে চলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্ট, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফেব্রুয়ারি-মার্চে থাকছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। একই সময়ে চার-পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চললে তারকা কিংবা ভালো ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যায় পড়তে পারে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজিগুলো দল করতে পারলে এ ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করে বিসিবি।

এতে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট ছাড়াই পছন্দের ক্রিকেটারদের তালিকাভুক্ত করার সুযোগ পাবে। তারকা ক্রিকেটার নিয়ে জটিলতা কিছুটা হলেও কমতে পারে বলে মনে করে তারা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিয়ে বলছিলেন, ‘যেহেতু এখন ফ্র্যাঞ্চাইজিগুলো সময় পাবে, এতে তারা পছন্দের বিদেশি ক্রিকেটারদের নিয়ম মেনে আগেই নিতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত