নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী চার বছরের ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি। তবে এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে এফটিপি। সূচি অনুযায়ী, জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ফাঁকা সময় চেয়েছে বিসিবি।
এরই মধ্যে বিপিএলের আগাম সূচি ও দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি বিক্রির ঘোষণাও দিয়েছে বিসিবি। তারা আত্মবিশ্বাসী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে আরও চারটি বোর্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকলেও বিপিএলে বিদেশি তারকা কিংবা ভালো মানের ক্রিকেটার পেতে অসুবিধা হবে না।
গতকাল মিরপুরে বোর্ড সভা শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিন বছর মেয়াদে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এক সপ্তাহের মধ্যেই দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শুরু হবে।
গত ১০ বছরে বিপিএলের আটটি পর্ব হয়ে গেলেও এত দিন ছিল না কোনো দীর্ঘমেয়াদি ফ্র্যাঞ্চাইজি-পদ্ধতি। একই সঙ্গে আয়োজনের সময় বারবার পরিবর্তন হওয়ায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়াও দলগুলোর কাছে কঠিন ছিল। তিন বছর মেয়াদে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি হলে এসব সমস্যা দূর হওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।
নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে, সেটা নির্ধারণ হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য দেব। টুর্নামেন্ট হবে সাত দলের। যেহেতু সময় ঠিক হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে বাকি প্রক্রিয়াও দ্রুত শেষ হয়ে যাবে। এবার কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে।’
আগামী তিন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল আয়োজন করতে চাইছে বিসিবি। বিপিএলের নবম আসর শুরুর সম্ভাব্য তারিখ ২০২৩ সালের ৫ জানুয়ারি, যেটি শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এ তিন বছর শেষে বিপিএলের পরের পর্বগুলো ডিসেম্বরের পুরোনো ‘স্লটে’ ফিরিয়ে আনার লক্ষ্য বিসিবির।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএলের সঙ্গে চলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্ট, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফেব্রুয়ারি-মার্চে থাকছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। একই সময়ে চার-পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চললে তারকা কিংবা ভালো ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যায় পড়তে পারে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজিগুলো দল করতে পারলে এ ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করে বিসিবি।
এতে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট ছাড়াই পছন্দের ক্রিকেটারদের তালিকাভুক্ত করার সুযোগ পাবে। তারকা ক্রিকেটার নিয়ে জটিলতা কিছুটা হলেও কমতে পারে বলে মনে করে তারা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিয়ে বলছিলেন, ‘যেহেতু এখন ফ্র্যাঞ্চাইজিগুলো সময় পাবে, এতে তারা পছন্দের বিদেশি ক্রিকেটারদের নিয়ম মেনে আগেই নিতে পারবে।’
আগামী চার বছরের ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি। তবে এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে এফটিপি। সূচি অনুযায়ী, জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ফাঁকা সময় চেয়েছে বিসিবি।
এরই মধ্যে বিপিএলের আগাম সূচি ও দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি বিক্রির ঘোষণাও দিয়েছে বিসিবি। তারা আত্মবিশ্বাসী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে আরও চারটি বোর্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকলেও বিপিএলে বিদেশি তারকা কিংবা ভালো মানের ক্রিকেটার পেতে অসুবিধা হবে না।
গতকাল মিরপুরে বোর্ড সভা শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিন বছর মেয়াদে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এক সপ্তাহের মধ্যেই দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শুরু হবে।
গত ১০ বছরে বিপিএলের আটটি পর্ব হয়ে গেলেও এত দিন ছিল না কোনো দীর্ঘমেয়াদি ফ্র্যাঞ্চাইজি-পদ্ধতি। একই সঙ্গে আয়োজনের সময় বারবার পরিবর্তন হওয়ায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়াও দলগুলোর কাছে কঠিন ছিল। তিন বছর মেয়াদে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি হলে এসব সমস্যা দূর হওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।
নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে, সেটা নির্ধারণ হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য দেব। টুর্নামেন্ট হবে সাত দলের। যেহেতু সময় ঠিক হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে বাকি প্রক্রিয়াও দ্রুত শেষ হয়ে যাবে। এবার কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে।’
আগামী তিন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল আয়োজন করতে চাইছে বিসিবি। বিপিএলের নবম আসর শুরুর সম্ভাব্য তারিখ ২০২৩ সালের ৫ জানুয়ারি, যেটি শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এ তিন বছর শেষে বিপিএলের পরের পর্বগুলো ডিসেম্বরের পুরোনো ‘স্লটে’ ফিরিয়ে আনার লক্ষ্য বিসিবির।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএলের সঙ্গে চলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্ট, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফেব্রুয়ারি-মার্চে থাকছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। একই সময়ে চার-পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চললে তারকা কিংবা ভালো ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যায় পড়তে পারে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজিগুলো দল করতে পারলে এ ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করে বিসিবি।
এতে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট ছাড়াই পছন্দের ক্রিকেটারদের তালিকাভুক্ত করার সুযোগ পাবে। তারকা ক্রিকেটার নিয়ে জটিলতা কিছুটা হলেও কমতে পারে বলে মনে করে তারা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিয়ে বলছিলেন, ‘যেহেতু এখন ফ্র্যাঞ্চাইজিগুলো সময় পাবে, এতে তারা পছন্দের বিদেশি ক্রিকেটারদের নিয়ম মেনে আগেই নিতে পারবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫