Ajker Patrika

বিদ্রোহী প্রার্থীর সভায় হামলার অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৯
বিদ্রোহী প্রার্থীর সভায়  হামলার অভিযোগ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর জনসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকারপ্রার্থী মঞ্জুরুল ইসলাম তালুকদারের সমর্থকদের বিরুদ্ধে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী আব্দুল বারীক তালুকদার।

আব্দুল বারীক বলেন, ‘বুধবার রাতে বহুলী মাঠে নির্বাচনী জনসভা ছিল। অতর্কিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও মাইক ভাঙচুর করে। এই বিষয়ে নির্বাচন অফিস বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে মঞ্জুরুল ইসলামের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘জনসভায় ভাঙচুর হয়েছে এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত