দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে একটি গ্রাম জনশুমারি ও গৃহগণনার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গ্রামের এক হাজার বাসিন্দার নাম জনশুমারির তালিকায় ওঠেনি।
জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আরিফুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় ৯ হাজার লোক জনশুমারি ও গৃহগণনার কাজে নিয়োজিত ছিল। বিচ্ছিন্ন কিছু অভিযোগ আমরা পাচ্ছি। বিষয়টি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি।’ তিন মাস পর্যন্ত তালিকায় সংযুক্তির সুযোগ থাকে জানিয়ে তিনি বলেন, বাদ পড়াদের তালিকাভুক্ত করে নেওয়া হবে।
দক্ষিণ নগর আশ্রয়ণপাড়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম ডিজিটাল ও ষষ্ঠ জাতীয় আদমশুমারির তালিকায় তাঁদের নাম ওঠেনি। গ্রামের অনেক বাসিন্দা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।
তাঁদের অভিযোগ, ‘এখানে কোনো লোক আমাদের নাম লিখে নিয়ে যায়নি। তবে পাশের গ্রামে আমরা দেখেছি ও শুনেছি, তাদের বাড়ি বাড়ি এসে নামের তালিকা নিয়ে গেছে ও বাড়ির গেটে একটি স্টিকার লাগিয়ে দিয়েছে। কিন্তু আমাদের এই গ্রামে কেউ জনশুমারির তালিকা নিতে আসেনি।’
দক্ষিণ নগর আশ্রয়ণপাড়া গ্রামের নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের গ্রামে আদমশুমারি বা জনশুমারির তালিকা নিতে কেউ আসেনি। আমাদের পাশের গ্রামে তালিকা হয়েছে কিন্তু কী কারণে আমাদের গ্রামে তালিকা হয়নি জানি না আমরা।’
দক্ষিণ নগর গ্রামের সাকাপাড়ার বাসিন্দা ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে প্রায় ১২০টি বাড়ি আছে কিন্তু আমাদের গ্রামে কেউ আসেনি নামের তালিকা নিতে। সরকারের এত ভালো একটা উদ্যোগ কিন্তু একটা পুরো গ্রাম কীভাবে বাদ পড়ে বুঝতে পারছি না।’
একই গ্রামের আমিনা বেগম বলেন, ‘আদমশুমারি ও জনশুমারি কী, এসব বিষয় জানি না আমরা। কেউ কোনো তালিকা নিতে আমাদের কাছে আসেনি।’
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি গত শনিবার জেনেছি। এ উপজেলায় কোনো নিয়মিত পরিসংখ্যান অফিসার নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুরের চিরিরবন্দরে একটি গ্রাম জনশুমারি ও গৃহগণনার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গ্রামের এক হাজার বাসিন্দার নাম জনশুমারির তালিকায় ওঠেনি।
জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আরিফুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় ৯ হাজার লোক জনশুমারি ও গৃহগণনার কাজে নিয়োজিত ছিল। বিচ্ছিন্ন কিছু অভিযোগ আমরা পাচ্ছি। বিষয়টি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি।’ তিন মাস পর্যন্ত তালিকায় সংযুক্তির সুযোগ থাকে জানিয়ে তিনি বলেন, বাদ পড়াদের তালিকাভুক্ত করে নেওয়া হবে।
দক্ষিণ নগর আশ্রয়ণপাড়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম ডিজিটাল ও ষষ্ঠ জাতীয় আদমশুমারির তালিকায় তাঁদের নাম ওঠেনি। গ্রামের অনেক বাসিন্দা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।
তাঁদের অভিযোগ, ‘এখানে কোনো লোক আমাদের নাম লিখে নিয়ে যায়নি। তবে পাশের গ্রামে আমরা দেখেছি ও শুনেছি, তাদের বাড়ি বাড়ি এসে নামের তালিকা নিয়ে গেছে ও বাড়ির গেটে একটি স্টিকার লাগিয়ে দিয়েছে। কিন্তু আমাদের এই গ্রামে কেউ জনশুমারির তালিকা নিতে আসেনি।’
দক্ষিণ নগর আশ্রয়ণপাড়া গ্রামের নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের গ্রামে আদমশুমারি বা জনশুমারির তালিকা নিতে কেউ আসেনি। আমাদের পাশের গ্রামে তালিকা হয়েছে কিন্তু কী কারণে আমাদের গ্রামে তালিকা হয়নি জানি না আমরা।’
দক্ষিণ নগর গ্রামের সাকাপাড়ার বাসিন্দা ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে প্রায় ১২০টি বাড়ি আছে কিন্তু আমাদের গ্রামে কেউ আসেনি নামের তালিকা নিতে। সরকারের এত ভালো একটা উদ্যোগ কিন্তু একটা পুরো গ্রাম কীভাবে বাদ পড়ে বুঝতে পারছি না।’
একই গ্রামের আমিনা বেগম বলেন, ‘আদমশুমারি ও জনশুমারি কী, এসব বিষয় জানি না আমরা। কেউ কোনো তালিকা নিতে আমাদের কাছে আসেনি।’
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি গত শনিবার জেনেছি। এ উপজেলায় কোনো নিয়মিত পরিসংখ্যান অফিসার নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫