Ajker Patrika

পুলিশি বাধায় পণ্ড ছাত্রদলের সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৮
পুলিশি বাধায় পণ্ড  ছাত্রদলের সমাবেশ

বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পুলিশি বাধার অভিযোগ করেছেন সংগঠনটির নেতা–কর্মীরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতির দাবিতে গতকাল শনিবার এ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল।

ছাত্রদলের সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শনিবার দুপুরে শহরের সম্মিলনী মোড়ের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হন সংগঠনটির নেতা–কর্মীরা। পরে পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ের প্রধান গেটের বাইরে বের হতে পারেননি বিক্ষোভকারীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ বলেন, ‘দুপুর ১টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে মিছিল নিয়ে কার্যালয় থেকে রাস্তার দিকে যাচ্ছিলাম আমরা। এ সময় জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে পুলিশ আমাদের বাঁধা দেয়। আমরা রাস্তায় যেতে চাইলে তারা আমাদের ওপর চড়াও হয়। এক ধরনের জোড়পূর্বক আমাদের কার্যালয়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়।’

দ্বীপ বলেন, ‘দীর্ঘদিন ধরে গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী খালেদা জিয়াকে সরকার আটকে রেখেছে। তাঁর চিকিৎসার ব্যবস্থাও করতে দিচ্ছে না। এই অবস্থায় আমরা আমাদের নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ বলেন, ‘আমরা রাস্তায়ও যাইনি। মাত্র গেটের সামনে দাঁড়িয়েছি। তবু পুলিশের বাধায় কার্যালয়ের মধ্যে চলে আসতে হয়েছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশেও পুলিশের এমন বাধাতেই প্রমাণ হয় দেশে গণতন্ত্রের কী করুণ দশা।’

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক বলেন, ‘বাগেরহাট জেলায় বিএনপির দুইটি গ্রুপ রয়েছে। তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কার্যালয়ের মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত