Ajker Patrika

খালেদার মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫: ১৯
খালেদার মুক্তির দাবিতে  স্মারকলিপি পেশ

বাগেরহাটে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির পক্ষ থেকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্যসচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এসকেন্দার হোসেন, জেলা বিএনপির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু, ডা হাবিবুর রহমান, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য মুক্তি না দেওয়াটা অগণতান্ত্রিক ও স্বৈরচারী। খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত