Ajker Patrika

একসঙ্গে ৫ শিশুর জন্ম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ২১
একসঙ্গে ৫ শিশুর জন্ম

কুষ্টিয়ার কুমারখালীর সাদিয়া খাতুন (২৪) নামের এক মা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ৬ মাস ১০ দিনের মাথায় তিনি সন্তান প্রসব করেন।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো ওই পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিয়া। ৫ শিশুর মধ্যে চারজন মেয়ে ও এক ছেলে।

নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম হয়েছে। মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁকিতে রয়েছে। দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ শিশুর মা সাদিয়া খাতুন পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, ৫-৬ মাসের মাথায় সাদিয়া বাচ্চা প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁকি ছিল। মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাচ্চাগুলো। শিশুদের দেখতে হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা ভিড় করছে।

শিশুর ছোট ফুফু রাবেয়া বলেন, ‘গত সোমবার রাত ১০টায় হাসপাতালে আসি। আমরা খুবই খুশি। শিশুর মা সুস্থ রয়েছে। নরমালে বাচ্চা হয়েছে। ৬ মাস ১০ দিনের মাথায় বাচ্চার জন্ম হয়েছে।’

শিশুর বাবা সোহেল রানা বলেন, বাবা সোহেল বলেন, ‘খুবই ভালো লাগছে। অনুভূতি প্রকাশের ভাষা পাচ্ছি না। মা সুস্থ রয়েছে। কিন্তু শিশুর ওজন কম হওয়ায় ঢাকায় নিয়ে যেতে বলছে চিকিৎসক। শিশুদের অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁরা শিশু ওয়ার্ডের দুই নম্বর রুমের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।’

জেনারেল হাসপাতালের ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, ‘বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তাঁদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাগুলোর ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। তবে মা সুস্থ আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত