নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দিনভর ব্যাপক সহিংসতার মধ্যে ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভায় ভোট শেষ হয়েছে। সহিংসতায় মারা গেছেন তিনজন। আহতের সংখ্যা অনেক।
গতকাল সোমবার দেশের ছয় জেলার ২৩ উপজেলায় অনুষ্ঠিত হওয়া এই ভোটে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ, গোলাগুলি, রক্তপাত, ভোট বর্জন —সবই ছিল। অনিয়মের অভিযোগে ভোট বন্ধ থাকার মতো ঘটনাও ঘটেছে কয়েক জায়গায়। তবে এসব ঘটনার পরেও নির্বাচন কমিশন ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে। যেটুকু গোলমাল হয়েছে তা প্রার্থীদের আবেগের কারণ বলে দাবি করেছে ইসি।
গতকাল ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে একটি ভোট-কেন্দ্রের বাইরে গোলাগুলিতে নিহত হন একজন। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় একটি ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী শেখ কামাল ও একই দলের বিদ্রোহী ‘স্বতন্ত্র’ প্রার্থী মোশারফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় আবুল কালাম (৪০) নামে ওই ব্যক্তি নিহত হন।
বেলা সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুল হালিম (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হন।
এ ছাড়া উপজেলার উত্তর ধুরং, লেমশীখালী ও বড়ঘোপ ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল মাদ্রাসা ও উংচি প্রাং প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ সময় টেকনাফের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরীকে আটকে রাখেন লোকজন। এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার সড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ও টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সহিংসতার ঘটনা ঘটেছে সাতক্ষীরাতেও। জেলার ২১টি ইউনিয়ন পরিষদের ভোটের আগে ও ভোটের দিনের সহিংসতায় পুলিশসহ আহত হন কমপক্ষে ৩০ জন। জেলা নির্বাচন অফিস জানায়, অনিয়মের অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন। এ ছাড়া একই ইউনিয়নে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। একই অভিযোগে তেঁতুলিয়া ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফতাব আহমেদ বেলা ১টার দিকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
অনিয়মের অভিযোগে কেড়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট স্থগিত করে উপজেলা প্রশাসন। অপরদিকে, তালার জালালপুর ইউনিয়নের ১ নম্বর মক্তব কেন্দ্রে বোমা ফেলে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একজনকে আটক করে পুলিশ।
সকালে শ্রীমন্তকাটি কেন্দ্রের পাশে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া মারপিটে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন।
গত রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ও একজন ইউপি সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালীর কবিরহাট পৌরসভা, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে হামলা, হুমকিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেন আওয়ামী লীগের দুজনসহ পাঁচজন চেয়ারম্যান প্রার্থী। একই অভিযোগ এনে কবিরহাট পৌরসভায় ভোট বর্জন করেছেন দুই কাউন্সিলর প্রার্থী।
কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে বুড়িরচর, চরঈশ্বর, সোনাদিয়া, জাহাজমারা ও নিঝুম দ্বীপ ইউনিয়নের পাঁচজন চেয়ারম্যান প্রার্থী এবং কবিরহাট পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেন।
সোনাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মালেশিয়া বলেন, ‘১৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতে নৌকার প্রার্থীর লোকজন প্রভাব বিস্তারের কারণে আমার কোনো এজেন্ট কেন্দ্রে ঢুকতে পারেননি। তাই ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করে সকাল ৯টায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিই।’
আওয়ামী লীগ প্রার্থীদের অভিযোগ, ‘নৌকার প্রার্থী হয়েও প্রশাসনের কাছে নিরপেক্ষতা পাননি। বরং প্রশাসন বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে অবস্থান নিয়েছে।’
ভোটে অনিয়মের অভিযোগ এনে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা লালন ভোট বর্জন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। নৌকা প্রতীক দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়। বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়নে দুই পক্ষের বিরোধে ফাতেমা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়। ভোটের আগের রাতে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
ভোট নিয়ে ইসির বক্তব্য
১৬০ ইউপি ও ৯ পৌর নির্বাচনে সহিংসতার ঘটনাকে প্রার্থীদের আবেগের কারণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়েছে। এ সময় সহিংসতায় কক্সবাজারে দুজনের মৃত্যু হয়েছে। আর এর আগে মোংলায় একজন মারা গেছেন। এ ছাড়া ২৪ জন সংঘর্ষে আহত হয়েছেন।
এসব ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ইসি সচিব বলেন, এই কয়েকটি ঘটনা ছাড়া বাকি সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন এই সহিংসতা—এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর বলেন, ‘আসলে প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে সহিংসতায় জড়িয়ে গেছেন। এ ছাড়া একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা ব্যালট ছিনতাইয়ের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন মারা যান।’
দিনভর ব্যাপক সহিংসতার মধ্যে ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভায় ভোট শেষ হয়েছে। সহিংসতায় মারা গেছেন তিনজন। আহতের সংখ্যা অনেক।
গতকাল সোমবার দেশের ছয় জেলার ২৩ উপজেলায় অনুষ্ঠিত হওয়া এই ভোটে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ, গোলাগুলি, রক্তপাত, ভোট বর্জন —সবই ছিল। অনিয়মের অভিযোগে ভোট বন্ধ থাকার মতো ঘটনাও ঘটেছে কয়েক জায়গায়। তবে এসব ঘটনার পরেও নির্বাচন কমিশন ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে। যেটুকু গোলমাল হয়েছে তা প্রার্থীদের আবেগের কারণ বলে দাবি করেছে ইসি।
গতকাল ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে একটি ভোট-কেন্দ্রের বাইরে গোলাগুলিতে নিহত হন একজন। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় একটি ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী শেখ কামাল ও একই দলের বিদ্রোহী ‘স্বতন্ত্র’ প্রার্থী মোশারফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় আবুল কালাম (৪০) নামে ওই ব্যক্তি নিহত হন।
বেলা সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুল হালিম (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হন।
এ ছাড়া উপজেলার উত্তর ধুরং, লেমশীখালী ও বড়ঘোপ ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল মাদ্রাসা ও উংচি প্রাং প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ সময় টেকনাফের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরীকে আটকে রাখেন লোকজন। এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার সড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ও টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সহিংসতার ঘটনা ঘটেছে সাতক্ষীরাতেও। জেলার ২১টি ইউনিয়ন পরিষদের ভোটের আগে ও ভোটের দিনের সহিংসতায় পুলিশসহ আহত হন কমপক্ষে ৩০ জন। জেলা নির্বাচন অফিস জানায়, অনিয়মের অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন। এ ছাড়া একই ইউনিয়নে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। একই অভিযোগে তেঁতুলিয়া ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফতাব আহমেদ বেলা ১টার দিকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
অনিয়মের অভিযোগে কেড়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট স্থগিত করে উপজেলা প্রশাসন। অপরদিকে, তালার জালালপুর ইউনিয়নের ১ নম্বর মক্তব কেন্দ্রে বোমা ফেলে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একজনকে আটক করে পুলিশ।
সকালে শ্রীমন্তকাটি কেন্দ্রের পাশে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া মারপিটে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন।
গত রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ও একজন ইউপি সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালীর কবিরহাট পৌরসভা, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে হামলা, হুমকিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেন আওয়ামী লীগের দুজনসহ পাঁচজন চেয়ারম্যান প্রার্থী। একই অভিযোগ এনে কবিরহাট পৌরসভায় ভোট বর্জন করেছেন দুই কাউন্সিলর প্রার্থী।
কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে বুড়িরচর, চরঈশ্বর, সোনাদিয়া, জাহাজমারা ও নিঝুম দ্বীপ ইউনিয়নের পাঁচজন চেয়ারম্যান প্রার্থী এবং কবিরহাট পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেন।
সোনাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মালেশিয়া বলেন, ‘১৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতে নৌকার প্রার্থীর লোকজন প্রভাব বিস্তারের কারণে আমার কোনো এজেন্ট কেন্দ্রে ঢুকতে পারেননি। তাই ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করে সকাল ৯টায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিই।’
আওয়ামী লীগ প্রার্থীদের অভিযোগ, ‘নৌকার প্রার্থী হয়েও প্রশাসনের কাছে নিরপেক্ষতা পাননি। বরং প্রশাসন বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে অবস্থান নিয়েছে।’
ভোটে অনিয়মের অভিযোগ এনে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা লালন ভোট বর্জন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। নৌকা প্রতীক দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়। বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়নে দুই পক্ষের বিরোধে ফাতেমা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়। ভোটের আগের রাতে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
ভোট নিয়ে ইসির বক্তব্য
১৬০ ইউপি ও ৯ পৌর নির্বাচনে সহিংসতার ঘটনাকে প্রার্থীদের আবেগের কারণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়েছে। এ সময় সহিংসতায় কক্সবাজারে দুজনের মৃত্যু হয়েছে। আর এর আগে মোংলায় একজন মারা গেছেন। এ ছাড়া ২৪ জন সংঘর্ষে আহত হয়েছেন।
এসব ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ইসি সচিব বলেন, এই কয়েকটি ঘটনা ছাড়া বাকি সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন এই সহিংসতা—এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর বলেন, ‘আসলে প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে সহিংসতায় জড়িয়ে গেছেন। এ ছাড়া একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা ব্যালট ছিনতাইয়ের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন মারা যান।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫