আলী আকবর সাজু, ভালুকা
জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভালুকা বাসস্ট্যান্ডের ইউটার্ন থেকে থানা মোড় পর্যন্ত ১৮৬ মিটার সড়কের দুই লেন বন্ধ রেখে প্রায় এক মাস ধরে সংস্কারকাজ চলছে। এতে ঈদে ঘরেফেরা যাত্রীরা যানজটে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। আগে থেকেই সড়কে অটোরিকশার দাপটে যানজট মানুষের নিত্যসঙ্গী।
এখন ঈদে ঘরেফেরা যাত্রীদের বাড়তি চাপে দুর্ভোগ আরও বেড়েছে। উপজেলার মাস্টারবাড়ি, সিডস্টোর ও ভালুকা বাসস্ট্যান্ডে গাড়ি থেমে থেমে চলছে। এই ভোগান্তি থেকে কখন মুক্তি মিলবে, তা নিয়ে ধারণা নেই কারোর।
সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী বিভিন্ন যানবাহন ভালুকা বাসস্ট্যান্ডের ইউটার্ন দিয়ে মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে চলে যাচ্ছে। ময়মনসিংহগামী যানবাহন ইউটার্ন পর্যন্ত আসতেই ঢাকাগামী ও ময়মনসিংহগামী যানবাহন মুখোমুখি হয়ে যায়। এতে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। মাস্টারবাড়ি, সিডস্টোর বাসস্ট্যান্ডেও একই চিত্র। যানজটের কারণে যাত্রীরা তাঁদের গন্তব্যে পৌঁছাতে অনেক সময় বেশি লাগছে বলে জানিয়েছেন।
যাত্রীবাহী বাসের চালকেরা জানান, ঢাকা থেকে ভালুকা উপজেলার মাস্টারবাড়ি, সিডস্টোর বাসস্ট্যান্ডে ও ভালুকা অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করায় যানজট বেড়ে গেছে। ভালুকা ইউটার্নে সড়কে সংস্কার চলায় গাড়ির গতি থেমে যায়। ঈদের ছুটিতে মহাসড়কে গাড়ির চাপ আরও বাড়বে। তখন ঈদে ঘরেফেরা যাত্রীদের ভোগান্তি বেশি হবে।
পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১১ বছর আগে ভালুকা চার লেন সড়কের কাজ সম্পন্ন হয়। ভালুকার মেঘার মাঠসংলগ্ন চার লেন সড়কটি দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল কঠিন হয়ে পড়ে। দেবে যাওয়া স্থানে আরও এক মাস আগে সংস্কার করা হলে ঈদে মানুষের ভোগান্তি কমে যেত বলে তাঁরা মনে করছেন। আবার অটোরিকশার যন্ত্রণা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
বাসযাত্রী বোরহান উদ্দিন বলেন, ‘শেরপুর যাব। সকালে ঢাকা থেকে রওনা হয়েছি। বিভিন্ন স্থানে তীব্র যানজটে গাড়ি চলতেই চায় না। কখন শেরপুর পৌঁছাতে পারব, তা আল্লাহই জানেন।
পথচারী বেলাল জানান, ‘সিডস্টোর বাসস্ট্যান্ডে সড়ক পার হওয়ায় দুষ্কর হয়ে উঠেছে। বাসস্ট্যান্ডে লোকাল বাস ও অটোরিকশা দখল করে যাত্রী ওঠানামা করে। এতে যানজটের সৃষ্টি হয়।’
ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. রিয়াদ মাবুদ বলেন, ‘ঈদে নিশ্চিতে বাড়ি ফেরার জন্য পুলিশ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। ভালুকার সীমান্ত নাসির গ্লাস থেকে নিশিন্দা পর্যন্ত পুলিশ টহল দিচ্ছে। আমরা মহাসড়কের পাশে ফুটপাতের দোকানগুলো তুলে দিয়েছি। বড় কোনো যানজট নেই। যাত্রী ওঠানামা করার সময় গাড়ির জটলা বাঁধে। সঙ্গে সঙ্গেই সড়কে গাড়ির জটলামুক্ত করা হচ্ছে। যানজট মুক্ত রাখার জন্য পুলিশ নিরলসভাবে কাজ করছে।’
ময়মনসিংহ সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, চার লেন সড়কের ভালুকায় সড়ক দেবে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান রিলায়েবল বিল্ডার্স লিমিটেড ময়মনসিংহের শিকারীকান্দায় কাজটির কার্যাদেশ পেয়েছেন। এর থেকে কেটে এনে ভালুকা বাসস্ট্যান্ডের ইউটার্নের পূর্ব পাশে ১৮৬ মিটার সড়ক সংস্কার করা হচ্ছে। এক মাস আগে সংস্কার শুরু করা হলেও আগামী ১৪ মে যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারব বলে ধারণা করা হচ্ছে। এতে ঈদে ঘরমুখী মানুষের একটু ভোগান্তি হতে পারে বলে স্বীকার করেন তিনি।
জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভালুকা বাসস্ট্যান্ডের ইউটার্ন থেকে থানা মোড় পর্যন্ত ১৮৬ মিটার সড়কের দুই লেন বন্ধ রেখে প্রায় এক মাস ধরে সংস্কারকাজ চলছে। এতে ঈদে ঘরেফেরা যাত্রীরা যানজটে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। আগে থেকেই সড়কে অটোরিকশার দাপটে যানজট মানুষের নিত্যসঙ্গী।
এখন ঈদে ঘরেফেরা যাত্রীদের বাড়তি চাপে দুর্ভোগ আরও বেড়েছে। উপজেলার মাস্টারবাড়ি, সিডস্টোর ও ভালুকা বাসস্ট্যান্ডে গাড়ি থেমে থেমে চলছে। এই ভোগান্তি থেকে কখন মুক্তি মিলবে, তা নিয়ে ধারণা নেই কারোর।
সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী বিভিন্ন যানবাহন ভালুকা বাসস্ট্যান্ডের ইউটার্ন দিয়ে মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে চলে যাচ্ছে। ময়মনসিংহগামী যানবাহন ইউটার্ন পর্যন্ত আসতেই ঢাকাগামী ও ময়মনসিংহগামী যানবাহন মুখোমুখি হয়ে যায়। এতে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। মাস্টারবাড়ি, সিডস্টোর বাসস্ট্যান্ডেও একই চিত্র। যানজটের কারণে যাত্রীরা তাঁদের গন্তব্যে পৌঁছাতে অনেক সময় বেশি লাগছে বলে জানিয়েছেন।
যাত্রীবাহী বাসের চালকেরা জানান, ঢাকা থেকে ভালুকা উপজেলার মাস্টারবাড়ি, সিডস্টোর বাসস্ট্যান্ডে ও ভালুকা অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করায় যানজট বেড়ে গেছে। ভালুকা ইউটার্নে সড়কে সংস্কার চলায় গাড়ির গতি থেমে যায়। ঈদের ছুটিতে মহাসড়কে গাড়ির চাপ আরও বাড়বে। তখন ঈদে ঘরেফেরা যাত্রীদের ভোগান্তি বেশি হবে।
পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১১ বছর আগে ভালুকা চার লেন সড়কের কাজ সম্পন্ন হয়। ভালুকার মেঘার মাঠসংলগ্ন চার লেন সড়কটি দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল কঠিন হয়ে পড়ে। দেবে যাওয়া স্থানে আরও এক মাস আগে সংস্কার করা হলে ঈদে মানুষের ভোগান্তি কমে যেত বলে তাঁরা মনে করছেন। আবার অটোরিকশার যন্ত্রণা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
বাসযাত্রী বোরহান উদ্দিন বলেন, ‘শেরপুর যাব। সকালে ঢাকা থেকে রওনা হয়েছি। বিভিন্ন স্থানে তীব্র যানজটে গাড়ি চলতেই চায় না। কখন শেরপুর পৌঁছাতে পারব, তা আল্লাহই জানেন।
পথচারী বেলাল জানান, ‘সিডস্টোর বাসস্ট্যান্ডে সড়ক পার হওয়ায় দুষ্কর হয়ে উঠেছে। বাসস্ট্যান্ডে লোকাল বাস ও অটোরিকশা দখল করে যাত্রী ওঠানামা করে। এতে যানজটের সৃষ্টি হয়।’
ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. রিয়াদ মাবুদ বলেন, ‘ঈদে নিশ্চিতে বাড়ি ফেরার জন্য পুলিশ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। ভালুকার সীমান্ত নাসির গ্লাস থেকে নিশিন্দা পর্যন্ত পুলিশ টহল দিচ্ছে। আমরা মহাসড়কের পাশে ফুটপাতের দোকানগুলো তুলে দিয়েছি। বড় কোনো যানজট নেই। যাত্রী ওঠানামা করার সময় গাড়ির জটলা বাঁধে। সঙ্গে সঙ্গেই সড়কে গাড়ির জটলামুক্ত করা হচ্ছে। যানজট মুক্ত রাখার জন্য পুলিশ নিরলসভাবে কাজ করছে।’
ময়মনসিংহ সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, চার লেন সড়কের ভালুকায় সড়ক দেবে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান রিলায়েবল বিল্ডার্স লিমিটেড ময়মনসিংহের শিকারীকান্দায় কাজটির কার্যাদেশ পেয়েছেন। এর থেকে কেটে এনে ভালুকা বাসস্ট্যান্ডের ইউটার্নের পূর্ব পাশে ১৮৬ মিটার সড়ক সংস্কার করা হচ্ছে। এক মাস আগে সংস্কার শুরু করা হলেও আগামী ১৪ মে যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারব বলে ধারণা করা হচ্ছে। এতে ঈদে ঘরমুখী মানুষের একটু ভোগান্তি হতে পারে বলে স্বীকার করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪