Ajker Patrika

নাসিরনগরে নলকূপে উঠছে না পানি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০: ০৮
নাসিরনগরে নলকূপে উঠছে না পানি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন এলাকায় টিউবওয়েল থেকে পানি আসছে না। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে এলাকায় পানির জন্য চলছে হাহাকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর ও অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না। তা ছাড়া বেশ কয়েক মাস বৃষ্টি নেই। বৃষ্টি হলে অবস্থার পরিবর্তন হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে উপজেলার ১৩টি ইউনিয়নের নাসিরনগর সদর, গোয়ালনগর, ধরমণ্ডল, গোকর্ণ, বুড়িশ্বর, পূর্বভাগ, চাপড়তলা, হরিপুর, ভলাকুট ও ফান্দাউক ইউনিয়নের কয়েকটি এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। যাঁদের সামর্থ্য আছে তাঁরা সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি তোলার ব্যবস্থা করছেন। এ ছাড়া এলাকার অনেক কৃষক অপরিকল্পিতভাবে গভীর ও অগভীর পাম্পের মাধ্যমে পানি উঠিয়ে সেচকাজ চালাচ্ছেন। ফলে ভূ-উপরিভাগ ও ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে ৪ হাজার ৯৪০টি গভীর ও ১ হাজার ৬০৫টি অগভীর সরকারি নলকূপ আছে। তবে ব্যক্তিগত টিউবওয়েলসহ উপজেলায় মোট টিউবওয়েল আছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার। এর মধ্যে বর্তমানে প্রায় ২০ হাজার নলকূপ দিয়ে পানি উঠছে না। ইতিমধ্যে সরকারিভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে ৩২৮টি সাবমারসিবলযুক্ত নলকূপসহ গত দুই অর্থবছরে মোট ৬৫৬টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে।

ভূগর্ভের পানির স্তর ২৪ থেকে ২৫ ফুট নিচে থাকলে হাত চাপা নলকূপ দিয়ে পানি ওঠানো যায়। কিন্তু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূগর্ভের পানির ব্যবহার বেশি হওয়ায় বর্তমানে স্তর নেমে গড়ে ৩০ থেকে ৩৮ ফুট নিচে চলে গেছে। ফলে কোনো হাতচাপা নলকূপ দিয়ে পানি উঠছে না। অনেক দিন ধরে কোনো প্রকার বৃষ্টি না হওয়া, শুষ্ক মৌসুমে নদনদী বা খাল শুকিয়ে যাওয়ায় এবং কৃষিকাজে ভূগর্ভের পানির বেশি ব্যবহারে এমন সংকট দেখা দিয়েছে। উপজেলার হাওরবেষ্টিত এলাকা হিসেবে পরিচিত গোয়ালনগর ইউনিয়নেও দেখা দিয়েছে পানির সংকট।

উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. রূপক মিয়া বলেন, ‘বছরের পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র মাসে সেচকাজের জন্য অগভীর নলকূপের পানির স্তর নিচে নেমে যায়। এ কারণে পানির সংকট তৈরি হয়েছে। তবে আশা করছি, বৃষ্টি হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত