Ajker Patrika

ভেড়ামারায় শিক্ষার্থীকে হাতুড়িপেটা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ০৭
ভেড়ামারায় শিক্ষার্থীকে হাতুড়িপেটা

কুষ্টিয়ার ভেড়ামারায় পলিটেকনিক ইনস্টিটিউটের সোহানুর রহমান সিজান নামের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করেছেন দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের টেম্পো স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

আহত সোহানুর রহমান সিজান (২০) উপজেলার পূর্ব নওদাপাড়া গ্রামের বাসিন্দা এবং মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলা পরিষদে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন সিজান। স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের টেম্পো স্ট্যান্ড কাছে পৌঁছালে সাত–আটজনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে সিজানের ওপর হামলা করেন। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে সিজানের চাচা উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা বলেন, ‘সিজানকে সাত–আটজনের একটি দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে। মাথার আঘাতটা খুবই গুরুতর। কি কারণে ওর ওপর হামলা করা হয়েছে তা এ মুহূর্তে বলতে পারছি না। সিজান একটু সুস্থ হলেই হামলাকারীদের চিহ্নিত করে থানায় অভিযোগ দেওয়া হবে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত