Ajker Patrika

বিএনপির ১১ নেতা-কর্মীর জামিন

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ৫০
বিএনপির ১১ নেতা-কর্মীর জামিন

বাগেরহাটে জেলা বিএনপির ১১ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবির পারভেজ জামিনের আদেশ দেন। আসামিদের পক্ষে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হাইসহ অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জেলা বিএনপির সভায় দলীয় নেতা-কর্মীদের হামলায় অন্তত ১০ জন আহত হন। হামলার পরপরই ঘটনাস্থল থেকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোড়া, অহিদুল ইসলাম পল্টু, মোল্লা ইসহাক আলীসহ ২৮ নেতা-কর্মীকে হেফাজতে নেয় বাগেরহাট মডেল থানা-পুলিশ। শনিবার রাতেই দলীয় নেতা-কর্মীদের মারধর ও জেলা বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ এনে পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াসহ ১৪ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা করেন এটিএম আকরাম হোসেন তালিম।

জামিন প্রাপ্তদের মধ্যে বিএনপি নেতা হাদিউজ্জামান হীরো, মেহেবুবুল হক কিশোর, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম জুয়েলসহ আট কর্মী রয়েছেন।

আসামিদের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, ‘আসামিরা আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত