Ajker Patrika

দুর্বৃত্তের গুলিতে কারখানার ব্যবস্থাপক আহত

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ৫০
দুর্বৃত্তের গুলিতে কারখানার ব্যবস্থাপক আহত

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ রিয়াজ গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিয়াজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদই ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, কর্মস্থল থেকে মাওনার প্রশিকা মোড় এলাকায় তাঁর ভাড়া বাসায় ফিরছিলেন রিয়াজ। এ সময় শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় আসলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার থেকে রাত ৩টার দিকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত