Ajker Patrika

নদী দখল করে রং কারখানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১: ১৪
নদী দখল করে রং কারখানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী এলাকায় বংশাই নদ দখল করে একটি রং তৈরির কারখানা গড়ে উঠেছে। দখল ছাড়াও কারখানাটি স্থাপনে নেই পরিবেশ অধিদপ্তরের অনুমতি। এতে নদী দখল, নদীদূষণসহ আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ছয় মাস আগে উত্তর হিজলতলী এলাকায় বংশাই নদের জমি দখল করে রং তৈরির ওই কারখানা চালু হয়। কোনো সাইনবোর্ড না থাকায় এবং কর্তৃপক্ষ গোপন করায় কারখানাটির নামও জানেন না তাঁরা। কারখানায় নানা ধরনের রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হয় রং। এর ফলে একদিকে নদীর পানির পাশাপাশি বায়ু দূষিত হচ্ছে। এ কারখানার কারণে পরিবেশদূষণের ফলে তাঁরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সালাউদ্দিন সৈকত বলেন, ‘এভাবে যদি নদী দখল হয়ে যায়, তাহলে একসময় নদী খুঁজে পাওয়া যাবে না। এই কারখানার কারণে স্থানীয় শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।’

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন বলেন, ‘যত্রতত্র কারখানা গড়ে উঠলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। নদী দখল করে কারখানা স্থাপন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন বলেন, ‘পানি আইন, ২০১৩ অনুযায়ী নদীর দুই পাশের ১০ মিটার জায়গার মধ্যে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। নদীতীরে এ ধরনের রাসায়নিকের কারখানা থাকলে নদীর পরিবেশ নষ্ট হয়। নদী দখলের রক্ষার্থে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

রং কারখানার মালিক আতিকুল ইসলাম বলেন, ‘কাগজপত্র জমা দিয়েছি। অনুমোদনের প্রক্রিয়া চলছে। প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা চালাচ্ছি।’ এ সময় প্রশাসন বলতে কোনো প্রশাসন ও কারখানার নাম জানতে চাইলে তিনি জানাননি।

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন ভূঁইয়া বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নদীদূষণ এবং দখল—কোনোটাই মেনে নেওয়া হবে না।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, অনুমোদনহীন কোনো কারখানা চলতে পারবে না। তদন্ত সাপেক্ষে ওই রং কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত