Ajker Patrika

কারখানার বিষে মরছে মাছ, কমছে ফসল

মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর)
কারখানার বিষে মরছে মাছ, কমছে ফসল

কল-কারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাই বিলের পানি। বিলে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে মাছ। বিল এলাকায় কমেছে ফসল উৎপাদনও।

না গেছে, বেলাই বিলের পানি একটা সময় ছিল স্বচ্ছ, টলটলে। পাওয়া যেত রুই-কাতল ছাড়াও কই, শিং, মাগুর, পুঁটি, টাকি, শোল, ট্যাংরা, গুলশা, গুতুম, বেলে, মলাসহ হরেক রকম দেশি মাছ। ১০ বছর আগেও জেলার মাছের চাহিদার ৫০ ভাগ খাল-বিল, নদী-নালা থেকে আসত। এর মধ্যে ৩০ ভাগই পাওয়া যেত বেলাই বিল থেকে। বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এলাকার হাজারো জেলে। গাজীপুর জেলা ছাড়াও রাজধানী ঢাকা, নরসিংদী ও আশপাশের জেলায় সরবরাহ করা হতো বেলাই বিলের মাছ। দেশি মাছের জন্য বেলাই বিল ছিল জেলার ঐতিহ্য। কিন্তু কলকারখানার বর্জ্যে ধ্বংস হতে চলেছে বেলাই বিল।

সরেজমিনে দেখা গেছে, চিলাই, পারুলী, তুরাগ ও বালু নদ এবং মোগরখাল, হায়দারাবাদ খাল, জয়রামবের খালসহ ১০-১২টি নদ-নদী ও খাল জেলার বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়ে বেলাই বিলে গিয়ে মিশেছে। এসব নদী ও খাল দিয়ে কারখানার কেমিক্যাল বর্জ্য বেলাই বিলে গিয়ে মিশে দূষিত হচ্ছে পানি।

তিতারকূল এলাকায় বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন সুধন্য দাস। তিনি বলেন, ‘৩-৪ বছর আগেও প্রচুর মাছ পাওয়া যেত। আগে এক ঘণ্টায় যে মাছ পাওয়া যেত, এখন সারা দিনে এর অর্ধেকও পাওয়া যায় না। কারখানার বিষ বিল শেষ করে দিয়েছে। বিষাক্ত পানিতে পোনা মাছ মরে যাওয়ায় মাছের বৃদ্ধি হচ্ছে না।’

উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের কৃষক শাহজাহান মিয়া বলেন, শুধু মাছ নয়, দূষিত পানির কারণে ধান উৎপাদনও কমে গেছে। এখন বিলের পানিতে নামা যায় না। পানি লাগলে শরীর চুলকায়। কৃষকের সর্বনাশ করছেন কারখানার মালিকেরা।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন, কারখানার বর্জ্যে গাজীপুর জেলার সব নদ-নদী, খাল-বিল ও জলাশয় দূষিত হয়ে পড়ছে। কারখানাগুলো ইটিপি ব্যবহার না করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত বলেন, বেলাই বিলের ঐতিহ্য রক্ষার জন্য দূষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান জানান, বেলাই বিলের দূষণ বন্ধে পদক্ষেপ নিতে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত