Ajker Patrika

শীর্ষ স্থান থাকছে ম্যানসিটির দখলেই

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১১: ৫৭
শীর্ষ স্থান থাকছে ম্যানসিটির দখলেই

বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াডের তকমাটা অনেক দিন ধরেই নিজেদের দখলে রেখেছে ম্যানচেস্টার সিটি। সাফল্য লাভে মাঠে ও মাঠের সর্বোচ্চটাই করে যাচ্ছে তারা। গত কয়েক বছরে একের পর এক তারকা খেলোয়াড় দলে ভিড়িয়েছে ক্লাবটি।

তাদের চোখ ছিল মূলত চ্যাম্পিয়নস লিগ শিরোপায়। সেই লক্ষ্য এখনো অর্জিত না হলেও প্রিমিয়ার লিগে ঠিকই সাফল্যের চূড়া স্পর্শ করেছে পেপ গার্দিওলার দল। এবারের দলবদলেও আর্লিং হালান্ডের মতো তরুণ তুর্কিকে দলে টেনে শক্তি বাড়িয়েছে তারা। তবে এর গ্যাব্রিয়েল জেসুসের মতো খেলোয়াড়কে বিক্রিও করেছে ইতিহাদের ক্লাবটি। এরপরও বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড হিসেবে স্বীকৃতি পাচ্ছে ম্যানসিটি। এই তালিকার দুই ও তিন নম্বরে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিভারপুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত