Ajker Patrika

ইউপি নির্বাচন এলেই তিনি চেয়ারম্যানপ্রার্থী

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ৫৯
ইউপি নির্বাচন এলেই তিনি চেয়ারম্যানপ্রার্থী

পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) ভোট এলেই নুরুল আলম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। কিন্তু এরপর তিনি নির্বাচনে অংশ না নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

নুরুল আলম মূলত বর্তমান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতেই এই কাজ করে থাকেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। জসিম উদ্দিন পর পর দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারও একই ভাবে তিনি চেয়ারম্যান হতে যাচ্ছেন।

নুরুল আলম দীর্ঘদিন ধরে ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এবারসহ টানা তিনবারই তিনি প্রার্থী হয়েছেন কিন্তু ভোটে অংশ নেননি।

নুরুল আলম ওই ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিনের সঙ্গে মেয়াদ কালের পাঁচ বছর রাজনীতিসহ সব ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন। এলাকায় গুঞ্জন রয়েছে, জসিম উদ্দিনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে তিনি সহায়তাকারী প্রার্থী।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করার কৌশল হিসেবে নুরুল আলমকে প্রার্থী করা হয়।

চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, চিথলিয়া ইউপিতে প্রতিবারই আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী হিসেবে জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হওয়া কঠিন হয়ে যাবে, তাই তিনি নির্বাচনে অংশ না নিয়ে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নেন। চেয়ারম্যানের ডামি প্রার্থী কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

এ বছরও চিথলিয়া ইউপি নির্বাচনে শুধু দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের একজন বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন, আরেকজন নুরুল আলম। ২ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই এবারও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, হেরে যাওয়ার ভয়েই নুরুল আলম নির্বাচন থেকে সরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত