Ajker Patrika

বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৯: ৫২
বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা

লক্ষ্মীপুর সদরে বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন পাঁচজন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জের দক্ষিণ নুরুল্ল্যাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার ভুক্তভোগী বাবা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পাঁচ আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা করেছেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে ফজলুল হক বলেন, গণধোলাইয়ের শিকার পাঁচজনকে এ মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন রাসেল ইসলাম, আরিফ হোসেন, শাওন ইসলাম, রবিউল ইসলাম ও মোরশেদ আলম। তাঁদের সবার বাড়ি চন্দ্রগঞ্জ ইউনিয়নে। গতকাল দুপুরে তাঁদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

শিক্ষার্থীর বাবা আলাউদ্দিন বলেন, ‘বাড়িতে অনেক মেহমান ছিল। রাতের খাবার শেষে সবাই চা খাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে আমার মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন তাঁদের আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাঁদের আটক করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত