Ajker Patrika

দাড়ি রাখা মহানবী (সা.)-এর সুন্নত

মুফতি খালিদ কাসেমি
দাড়ি রাখা মহানবী (সা.)-এর সুন্নত

দাড়ি রাখা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং আগের সব নবী-রাসুলের সুন্নত। মহানবী (সা.) বলেন, ‘তোমরা দাড়ি ছেড়ে দাও, গোঁফ ছোট করো, পাকা চুলে খেজাব লাগাও...।’ (মুসনাদে আহমদ)

অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘দশটি বিষয় মানুষের ফিতরত বা স্বভাবজাত—গোঁফ কাটা, দাড়ি লম্বা রাখা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, আঙুলের ফাঁকা জায়গাগুলো ধৌত করা, বগলের নিচের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম মুণ্ডানো, পানি দিয়ে পবিত্রতা অর্জন করা।’ বর্ণনাকারী বলেন, ‘দশম বিষয়টি আমি ভুলে গেছি। সম্ভবত তা হচ্ছে, কুলি করা।’ (মুসলিম)

ইমাম নববি ফিতরত শব্দের ব্যাখ্যায় বলেন, ‘এ শব্দের মর্ম হচ্ছে, এ দশটি বিষয় সকল নবীর সুন্নত।’ (শরহুন নববি) অর্থাৎ সকল নবী গোঁফ খাটো করতেন আর দাড়ি লম্বা রাখতেন। আরেক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) গোঁফ খাটো করতে এবং দাড়ি লম্বা করতে আদেশ দিয়েছেন। (মুসলিম) এ হাদিস থেকে দাড়ি লম্বা করার ব্যাপারে নবী (সা.)-এর স্পষ্ট আদেশ বোঝা যাচ্ছে।

যে যাকে ভালোবাসে তার অনুকরণ করে। তাই মহানবী (সা.)-এর ভালোবাসার দাবি হলো, দাড়ি রাখার মাধ্যমে তাঁর অনুকরণ করা। ইমাম শাফেয়ি (রহ.) কবিতার মাধ্যমে বিষয়টি এভাবে ব্যক্ত করেছেন—‘নবীর অবাধ্যতা করবে আবার ভালোবাসাও দেখাবে/এটি অসম্ভব, এটি যুক্তি পরিপন্থী/তোমার ভালোবাসা সত্য হলে, অবশ্যই আনুগত্য করতে/কারণ প্রেমিক যাকে ভালোবাসে, তারই অনুগত হয়।’ (দিওয়ানু ইমাম শাফেয়ি)

শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত