Ajker Patrika

হবিগঞ্জে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৩৩
হবিগঞ্জে  গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে নারিকেল গাছ থেকে পড়ে দুলাল মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মনিকা গ্রামের ইকবাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের রহমত আলীর ছেলে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর কবির জানান, সকালে দুলাল মিয়া প্রতিবেশী ইকবাল মিয়ার বাড়িতে একটি নারিকেল গাছে উঠে। এ সময় সে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত