Ajker Patrika

হবিগঞ্জের ২১ ইউপিতে নৌকা পেলেন যাঁরা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২
হবিগঞ্জের ২১ ইউপিতে নৌকা পেলেন যাঁরা

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেলে তাঁদের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়।

চুনারুঘাট: উপজেলার গাজীপুর ইউনিয়নে নৌকা পেয়েছেন মো. হুমায়ুন কবির খান, আহম্মদাবাদ ইউনিয়নে আবেদ হাসনাত চৌধুরী সনজু, দেওরগাছ ইউনিয়নে সামছুন্নাহার, পাইকপাড়া ইউনিয়নে মো. ওয়াহেদ আলী, শানখলা ফজলুর রহমান তরফদার, চুনারুঘাট সদর ইউনিয়নে কুতুব উদ্দিন শাহ, উবাহাটা ইউনিয়নে মো. রজব আলী, সাটিয়াজুড়ি ইউনিয়নে আবদালুর রহমান, রানীগাও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান এবং মিরাশী ইউনিয়নে মো. মানিক সরকার।

মাধবপুর: উপজেলার ধর্মঘর ইউনিয়নে নৌকা পেয়েছেন মো. মিছবাহুল রব পলাশ, চৌমুহনী ইউনিয়নে মো. আপন মিয়া, বহরা ইউনিয়নে মো. আলাউদ্দিন, আন্দিউড়া ইউনিয়নে আতিকুর রহমান, শাহজাহানপুর ইউনিয়নে বাবুল হোসেন খান, জগদীশপুর ইউনিয়নে সৈয়দ ইমরুল হোসাইন, বুল্লা ইউনিয়নে শামীম রহমান, নোয়াপাড়া ইউনিয়নে শেখ মুজাহিদ বিন ইসলাম, ছাতিয়াইন ইউনিয়নে ফাতেমাতুজ জুহরা রিনা, বাঘাসুরা ইউনিয়নে মো. এখলাছ মিয়া এবং আদাঐর ইউনিয়নে মো. ফারুক পাঠান।

পঞ্চম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তির সময় ১৩ ও ১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি। এ ধাপের নির্বাচনে শুধু মাধবপুরের আন্দিউড়া ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত