Ajker Patrika

নিত্যপণ্যের দাম কমানোর দাবি

যশোর প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৪: ০০
নিত্যপণ্যের দাম কমানোর দাবি

চাল, ডাল, পেঁয়াজ, তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। গতকাল সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নেতারা বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অতীতের সব রেকর্ড ভেঙেছে। মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নুন আনতে পানতে ফুরানোর অবস্থা হয়েছে। অথচ সেদিকে খেয়াল না দিয়ে শোষক-শাসকগোষ্ঠী তাঁদের স্বার্থ হাসিলে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাঁরা শোষণ-শাসনকে আড়াল করতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত ও বিভক্তি সৃষ্টি করতে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে আসছে।

সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতা–কর্মীরা ছাড়াও পথচারীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সহসভাপতি আবু বক্কার সরদার, প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন, পৌরসভা শ্রমিক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক হিরণ লাল সরকার, ট্রেড ইউনিয়ন সংঘের অভয়নগর থানার নেতা নাজমুল হুসাইন প্রমুখ। পরিচালনা করেন মধুমঙ্গল বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত