সম্পাদকীয়
মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো দেশের সরকার, সরকারি সংস্থা কিংবা গণমাধ্যমে যদি বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বা দেশ সম্পর্কে নেতিবাচক কোনো তথ্য বা বক্তব্য দেয়, তাহলে তা নিয়ে হইচই করার মতো ব্যক্তি ও প্রতিষ্ঠানের অভাব আমাদের দেশে নেই। কিন্তু কেউ যদি প্রশংসা করে, তাহলে তা নিয়ে সবার নিরুৎসাহ লক্ষণীয়।
বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে অগ্রসর করে নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার প্রমাণ দিচ্ছেন—এমন প্রশংসা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং নিউইয়র্কভিত্তিক অর্থবিষয়ক সংবাদ সংস্থা ব্লুমবার্গ থেকে করা হয়েছে। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যে চিঠি লিখেছেন, তাতেও বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, গণতন্ত্র, বিদেশে শান্তিরক্ষায় নিয়মিত মিশন প্রেরণ, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং রোহিঙ্গাদের আশ্রয়দানের ব্যাপারে ভূয়সী প্রশংসার উল্লেখ রয়েছে।
বাংলাদেশের মানবাধিকার সমস্যা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বাইরের কেউ মুখ খুললে তার প্রতিধ্বনি শোনা যায় দেশের সরকারবিরোধী সব দল ও গোষ্ঠীর কাছ থেকে। কিন্তু কেউ প্রশংসা করলে তাদের মুখে রা ফোটে না।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের অভিঘাতে আমাদের মতো অনেক দেশই বেশ টালমাটাল পরিস্থিতি অতিক্রম করছে। পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে খারাপ বলে গণমাধ্যমে প্রতিদিন সংবাদ প্রকাশিত হচ্ছে। মুদ্রাস্ফীতি সে দেশে রেকর্ড ছাড়িয়ে গেছে, মানুষ ত্রাণের ট্রাক লুট করছে, দেশের অর্থভান্ডার তলানিতে ঠেকেছে, বিদেশিরা ঋণ দেওয়ারও সাহস পাচ্ছে না। শ্রীলঙ্কাও খাবি খাচ্ছে। দুই দেশের খবরাখবর উদ্বিগ্ন হওয়ার মতো। নেপাল, ভুটানের অবস্থা আমাদের চেয়ে পিছিয়ে পড়েছে। বাংলাদেশ সেই মুহূর্তে তেমন কোনো বিরূপ অর্থনৈতিক সংকটের মুখে আছে—এমন পূর্বাভাস কোনো আন্তর্জাতিক সংস্থাই দিচ্ছে না।
বাংলাদেশ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটেও অন্য দেশগুলোর মতো বড় ধরনের কোনো সংকটে না পড়ার অন্যতম কারণ হচ্ছে সরকারপ্রধান শেখ হাসিনা এই সময়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তপোক্তের ওপর দাঁড় করাতে পেরেছেন। নতুবা শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো না হলেও ১৭ কোটি মানুষের দেশটাকে এই সংকটকালেও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা বেশ কঠিন হতো।
গত ২৯ মার্চ মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে আর্থসামাজিক উন্নতি করেছে, সেটির স্বীকৃতি দিয়ে বিলটিতে বলা হয়েছে, ‘একটি গরিব দেশ থেকে বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।’
৩০ মার্চ নিউইয়র্কভিত্তিক অর্থবিষয়ক সংবাদ সংস্থা ব্লুমবার্গ ‘বাংলাদেশ লিডার বেটস আইএমএফ-ম্যান্ডেটেড রিগর উইল পে অব ইন পোলস’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। এই নিবন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর জয়ী হওয়ার ব্যাপারেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
সরকারের খারাপ বা মন্দ কাজের নিন্দার পাশাপাশি ভালো কাজের প্রশংসায় বিমুখ হওয়ার রাজনৈতিক সংস্কৃতি কি আমরা ত্যাগ করতে পারব না?
মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো দেশের সরকার, সরকারি সংস্থা কিংবা গণমাধ্যমে যদি বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বা দেশ সম্পর্কে নেতিবাচক কোনো তথ্য বা বক্তব্য দেয়, তাহলে তা নিয়ে হইচই করার মতো ব্যক্তি ও প্রতিষ্ঠানের অভাব আমাদের দেশে নেই। কিন্তু কেউ যদি প্রশংসা করে, তাহলে তা নিয়ে সবার নিরুৎসাহ লক্ষণীয়।
বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে অগ্রসর করে নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার প্রমাণ দিচ্ছেন—এমন প্রশংসা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং নিউইয়র্কভিত্তিক অর্থবিষয়ক সংবাদ সংস্থা ব্লুমবার্গ থেকে করা হয়েছে। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যে চিঠি লিখেছেন, তাতেও বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, গণতন্ত্র, বিদেশে শান্তিরক্ষায় নিয়মিত মিশন প্রেরণ, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং রোহিঙ্গাদের আশ্রয়দানের ব্যাপারে ভূয়সী প্রশংসার উল্লেখ রয়েছে।
বাংলাদেশের মানবাধিকার সমস্যা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বাইরের কেউ মুখ খুললে তার প্রতিধ্বনি শোনা যায় দেশের সরকারবিরোধী সব দল ও গোষ্ঠীর কাছ থেকে। কিন্তু কেউ প্রশংসা করলে তাদের মুখে রা ফোটে না।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের অভিঘাতে আমাদের মতো অনেক দেশই বেশ টালমাটাল পরিস্থিতি অতিক্রম করছে। পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে খারাপ বলে গণমাধ্যমে প্রতিদিন সংবাদ প্রকাশিত হচ্ছে। মুদ্রাস্ফীতি সে দেশে রেকর্ড ছাড়িয়ে গেছে, মানুষ ত্রাণের ট্রাক লুট করছে, দেশের অর্থভান্ডার তলানিতে ঠেকেছে, বিদেশিরা ঋণ দেওয়ারও সাহস পাচ্ছে না। শ্রীলঙ্কাও খাবি খাচ্ছে। দুই দেশের খবরাখবর উদ্বিগ্ন হওয়ার মতো। নেপাল, ভুটানের অবস্থা আমাদের চেয়ে পিছিয়ে পড়েছে। বাংলাদেশ সেই মুহূর্তে তেমন কোনো বিরূপ অর্থনৈতিক সংকটের মুখে আছে—এমন পূর্বাভাস কোনো আন্তর্জাতিক সংস্থাই দিচ্ছে না।
বাংলাদেশ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটেও অন্য দেশগুলোর মতো বড় ধরনের কোনো সংকটে না পড়ার অন্যতম কারণ হচ্ছে সরকারপ্রধান শেখ হাসিনা এই সময়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তপোক্তের ওপর দাঁড় করাতে পেরেছেন। নতুবা শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো না হলেও ১৭ কোটি মানুষের দেশটাকে এই সংকটকালেও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা বেশ কঠিন হতো।
গত ২৯ মার্চ মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে আর্থসামাজিক উন্নতি করেছে, সেটির স্বীকৃতি দিয়ে বিলটিতে বলা হয়েছে, ‘একটি গরিব দেশ থেকে বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।’
৩০ মার্চ নিউইয়র্কভিত্তিক অর্থবিষয়ক সংবাদ সংস্থা ব্লুমবার্গ ‘বাংলাদেশ লিডার বেটস আইএমএফ-ম্যান্ডেটেড রিগর উইল পে অব ইন পোলস’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। এই নিবন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর জয়ী হওয়ার ব্যাপারেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
সরকারের খারাপ বা মন্দ কাজের নিন্দার পাশাপাশি ভালো কাজের প্রশংসায় বিমুখ হওয়ার রাজনৈতিক সংস্কৃতি কি আমরা ত্যাগ করতে পারব না?
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫