গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচার ঘিরে লাঙ্গলের কর্মীদের ওপর স্বতন্ত্র (মোটরসাইকেল) প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মহিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লা আল হাদীর কর্মী মমিন, শিমুল, লাল মিয়া ও মাহফুজার রহমান। তাঁদের মধ্যে মাহফুজারকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলের চার কর্মী বেলা ২টার দিকে মহিপুর হাইস্কুল গেটসংলগ্ন আল আমিন রেস্তোরাঁয় এসে নাশতার অর্ডার দেন। এ সময় মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর সাত থেকে আটজন কর্মী এসে ওই চারজনকে গালিগালাজ করতে থাকেন। এ সময় তাঁরা হুমকি দিয়ে বলেন, এরপর যদি চারজন এই এলাকায় এসে লাঙ্গলের কথা বলেন তাহলে তাঁদের গুলি করে মেরে ফেলা হবে।
লাঙ্গলের কর্মীরা কথার উত্তর দিতে গেলে মোটরসাইকেলের কর্মীরা রেস্তোরাঁর ভেতরেই তাঁদের এলোপাতাড়ি মারধর করতে থাকেন। হামলায় চারজন আহত হন। সেই সঙ্গে রেস্তোরাঁর কয়েকটি চেয়ার, গ্লাস, কাপ, পিরিচসহ বিভিন্ন সামগ্রী ভেঙে যায়।
রেস্তোরাঁর মালিক আব্দুল ওয়াহাব বলেন, ‘আমি দুপুরে একজন কর্মচারী রেখে ভাত খেতে বাড়িতে গিয়েছিলাম। এসে দেখি দোকানের আসবাবপত্র ভাঙা ও তছনছ অবস্থায় রয়েছে। জানতে পাই মোটরসাইকেল মার্কার কর্মীদের সঙ্গে লাঙ্গল মার্কার কর্মীদের সংঘর্ষ হয়েছে আমার দোকানের ভেতরে।’
লাঙ্গল প্রতীকের প্রার্থী ও লক্ষ্মীটারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল্লা আল হাদী বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়াহেদুজ্জামান মাবু বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের দিয়ে আমার নির্বাচনী কর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে। এতে আমার চার কর্মী আহত হয়েছে। গুরুতর আহত মাহফুজার রহমান বর্তমানে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে লড়ছে। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
তবে ওয়াহেদুজ্জামান মাবু বলেন, ‘আমার কর্মীদের সঙ্গে দুপুরের দিকে মারামারি নয়, ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরুজ্জামান জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আহত মাহফুজারকে অক্সিজেন দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘মহিপুরে নির্বাচনী সংঘর্ষের ঘটনা জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সেখানে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।’
গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচার ঘিরে লাঙ্গলের কর্মীদের ওপর স্বতন্ত্র (মোটরসাইকেল) প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মহিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লা আল হাদীর কর্মী মমিন, শিমুল, লাল মিয়া ও মাহফুজার রহমান। তাঁদের মধ্যে মাহফুজারকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলের চার কর্মী বেলা ২টার দিকে মহিপুর হাইস্কুল গেটসংলগ্ন আল আমিন রেস্তোরাঁয় এসে নাশতার অর্ডার দেন। এ সময় মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর সাত থেকে আটজন কর্মী এসে ওই চারজনকে গালিগালাজ করতে থাকেন। এ সময় তাঁরা হুমকি দিয়ে বলেন, এরপর যদি চারজন এই এলাকায় এসে লাঙ্গলের কথা বলেন তাহলে তাঁদের গুলি করে মেরে ফেলা হবে।
লাঙ্গলের কর্মীরা কথার উত্তর দিতে গেলে মোটরসাইকেলের কর্মীরা রেস্তোরাঁর ভেতরেই তাঁদের এলোপাতাড়ি মারধর করতে থাকেন। হামলায় চারজন আহত হন। সেই সঙ্গে রেস্তোরাঁর কয়েকটি চেয়ার, গ্লাস, কাপ, পিরিচসহ বিভিন্ন সামগ্রী ভেঙে যায়।
রেস্তোরাঁর মালিক আব্দুল ওয়াহাব বলেন, ‘আমি দুপুরে একজন কর্মচারী রেখে ভাত খেতে বাড়িতে গিয়েছিলাম। এসে দেখি দোকানের আসবাবপত্র ভাঙা ও তছনছ অবস্থায় রয়েছে। জানতে পাই মোটরসাইকেল মার্কার কর্মীদের সঙ্গে লাঙ্গল মার্কার কর্মীদের সংঘর্ষ হয়েছে আমার দোকানের ভেতরে।’
লাঙ্গল প্রতীকের প্রার্থী ও লক্ষ্মীটারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল্লা আল হাদী বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়াহেদুজ্জামান মাবু বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের দিয়ে আমার নির্বাচনী কর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে। এতে আমার চার কর্মী আহত হয়েছে। গুরুতর আহত মাহফুজার রহমান বর্তমানে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে লড়ছে। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
তবে ওয়াহেদুজ্জামান মাবু বলেন, ‘আমার কর্মীদের সঙ্গে দুপুরের দিকে মারামারি নয়, ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরুজ্জামান জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আহত মাহফুজারকে অক্সিজেন দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘মহিপুরে নির্বাচনী সংঘর্ষের ঘটনা জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সেখানে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫