Ajker Patrika

শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শন

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ০০
শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শন

রাঙামাটি শহরের রাঙাপানির মোনঘর আবাসিক উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, গণিত ও ভাষা প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার সকালে মোনঘর উচ্চবিদ্যালয়ের মূল ভবনের হলরুমে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন। প্রতিযোগিতা ১৬টি প্রজেক্টের মাধ্যমে নিজেদের সৃজনশীলতার প্রদর্শন করছে শিক্ষার্থীরা।

ইউএনও নাজমা বিনতে বলেন, ‘বর্তমান বিশ্বে টিকে থাকার লড়াইয়ে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান, ভাষায় দক্ষ হতে হবে। এসব দিকে দক্ষ না হলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোনঘর নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা।

প্রতিযোগিতায় সহযোগিতা করছে লুসিওল ফাউন্ডেশন ও কমজেস্ট নামে দুটি সংস্থা। গতকাল শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ বুধবার শেষ হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

অশোক কুমার বলেন, পার্বত্য চট্টগ্রামে সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেলেমেয়েদের মোনঘরে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়। ফলে এ বিদ্যালয়ে যারা পড়তে আসে তাদের মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষা রপ্ত করার পাশাপাশি ইংরেজি, গণিতে প্রতিযোগিতা করতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত