Ajker Patrika

মাটি খুঁড়তেই মিলল ৩৫১ রুপার মুদ্রা

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ২০
মাটি খুঁড়তেই মিলল ৩৫১ রুপার মুদ্রা

যশোরের মনিরামপুরে মাটি খুঁড়ে পাওয়া ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকার জহিরুল ও লাভলু নামে দুই ব্যক্তির কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ ওয়াসিম আকরাম মুদ্রাগুলো উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান।

হরিহরনগর ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, মুক্তারপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস ছিল। বহু বছর আগে তাঁরা সম্পত্তি বিনিময় করে ভারতে চলে যান। ওই সব জমিতে এখন ফসল চাষ হয়। গত রোববার মুক্তারপুর গ্রামের তফসের মোড়লের বাড়ি মাটিকাটা কাজ করছিলেন ওই গ্রামের জহিরুল, লাভলু ও মনি। তখন রুপার মুদ্রা ভরা পিতলের একটি পাত্র পান জহিরুল। তিনি একাই মুদ্রাগুলো নিতে চান। কিন্তু লাভলু ও মনি তাঁর পিছু ছাড়েননি।

চেয়ারম্যান বলেন, পরে লাভলু ও মনিকে ৫০টি করে ১০০টি মুদ্রা দেন জহিরুল। বাকিগুলো তিনি রেখে দেন। একপর্যায়ে রুপার মুদ্রার ঘটনাটি টের পায় ঝাঁপা ক্যাম্পের পুলিশ।

চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, প্রথমে বিষয়টি স্বীকার করতে চাননি জহিরুল। জোরাজুরির একপর্যায়ে তিনি ১০টি মুদ্রা ও লাভলু ছয়টি মুদ্রা বের করেন। আর পুলিশ আসার খবর শুনে এলাকা ছেড়ে পালিয়ে যান মনি। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এলে জহিরুল পাত্রসহ ২৯৯টি মুদ্রা বের করে দেন।

তিনি বলেন, এরপর লাভলুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামে শ্বশুরবাড়িতে রুপার মুদ্রা রাখার কথা স্বীকার করেন। এর পর পুলিশ তাঁকে নিয়ে সেখানে চলে যান।

ঝাঁপা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম বলেন, দুই জায়গা থেকে ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, আমাদের কিছু প্রক্রিয়া আছে। এর পর রুপার মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত