মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মাটি খুঁড়ে পাওয়া ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকার জহিরুল ও লাভলু নামে দুই ব্যক্তির কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।
ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ ওয়াসিম আকরাম মুদ্রাগুলো উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান।
হরিহরনগর ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, মুক্তারপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস ছিল। বহু বছর আগে তাঁরা সম্পত্তি বিনিময় করে ভারতে চলে যান। ওই সব জমিতে এখন ফসল চাষ হয়। গত রোববার মুক্তারপুর গ্রামের তফসের মোড়লের বাড়ি মাটিকাটা কাজ করছিলেন ওই গ্রামের জহিরুল, লাভলু ও মনি। তখন রুপার মুদ্রা ভরা পিতলের একটি পাত্র পান জহিরুল। তিনি একাই মুদ্রাগুলো নিতে চান। কিন্তু লাভলু ও মনি তাঁর পিছু ছাড়েননি।
চেয়ারম্যান বলেন, পরে লাভলু ও মনিকে ৫০টি করে ১০০টি মুদ্রা দেন জহিরুল। বাকিগুলো তিনি রেখে দেন। একপর্যায়ে রুপার মুদ্রার ঘটনাটি টের পায় ঝাঁপা ক্যাম্পের পুলিশ।
চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, প্রথমে বিষয়টি স্বীকার করতে চাননি জহিরুল। জোরাজুরির একপর্যায়ে তিনি ১০টি মুদ্রা ও লাভলু ছয়টি মুদ্রা বের করেন। আর পুলিশ আসার খবর শুনে এলাকা ছেড়ে পালিয়ে যান মনি। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এলে জহিরুল পাত্রসহ ২৯৯টি মুদ্রা বের করে দেন।
তিনি বলেন, এরপর লাভলুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামে শ্বশুরবাড়িতে রুপার মুদ্রা রাখার কথা স্বীকার করেন। এর পর পুলিশ তাঁকে নিয়ে সেখানে চলে যান।
ঝাঁপা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম বলেন, দুই জায়গা থেকে ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, আমাদের কিছু প্রক্রিয়া আছে। এর পর রুপার মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
যশোরের মনিরামপুরে মাটি খুঁড়ে পাওয়া ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকার জহিরুল ও লাভলু নামে দুই ব্যক্তির কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।
ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ ওয়াসিম আকরাম মুদ্রাগুলো উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান।
হরিহরনগর ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, মুক্তারপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস ছিল। বহু বছর আগে তাঁরা সম্পত্তি বিনিময় করে ভারতে চলে যান। ওই সব জমিতে এখন ফসল চাষ হয়। গত রোববার মুক্তারপুর গ্রামের তফসের মোড়লের বাড়ি মাটিকাটা কাজ করছিলেন ওই গ্রামের জহিরুল, লাভলু ও মনি। তখন রুপার মুদ্রা ভরা পিতলের একটি পাত্র পান জহিরুল। তিনি একাই মুদ্রাগুলো নিতে চান। কিন্তু লাভলু ও মনি তাঁর পিছু ছাড়েননি।
চেয়ারম্যান বলেন, পরে লাভলু ও মনিকে ৫০টি করে ১০০টি মুদ্রা দেন জহিরুল। বাকিগুলো তিনি রেখে দেন। একপর্যায়ে রুপার মুদ্রার ঘটনাটি টের পায় ঝাঁপা ক্যাম্পের পুলিশ।
চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, প্রথমে বিষয়টি স্বীকার করতে চাননি জহিরুল। জোরাজুরির একপর্যায়ে তিনি ১০টি মুদ্রা ও লাভলু ছয়টি মুদ্রা বের করেন। আর পুলিশ আসার খবর শুনে এলাকা ছেড়ে পালিয়ে যান মনি। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এলে জহিরুল পাত্রসহ ২৯৯টি মুদ্রা বের করে দেন।
তিনি বলেন, এরপর লাভলুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামে শ্বশুরবাড়িতে রুপার মুদ্রা রাখার কথা স্বীকার করেন। এর পর পুলিশ তাঁকে নিয়ে সেখানে চলে যান।
ঝাঁপা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম বলেন, দুই জায়গা থেকে ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, আমাদের কিছু প্রক্রিয়া আছে। এর পর রুপার মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫