Ajker Patrika

ফিল্ডিং কোচকে বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১২: ৪৯
ফিল্ডিং কোচকে বিদায়

শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মিরপুরের পরিবেশটা তাই শীতলই ছিল। বিকেল হতেই সেই ঠান্ডা ছাপিয়ে উষ্ণতা ছড়াল—বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের বিদায়ের খবরে। বিশ্বকাপে ভরাডুবির পর এই কোচের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকান এই কোচ তাই এখন বাংলাদেশ ক্রিকেটে অতীত, বিসিবি তাকাচ্ছে সামনের দিকে। আপাতত দেশীয় কোনো ফিল্ডিং কোচ দিয়ে পাকিস্তান সিরিজ সামাল দেওয়া হবে। এর সঙ্গে উঁচু মানের কোচের খোঁজেও থাকবে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভরাডুবির পেছনে বাংলাদেশের ফিল্ডিংটাও কম দায়ী নয়। বিশ্বকাপে ৮ ম্যাচে ১০টা ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। স্বাভাবিকভাবে ক্রিকেটারদের পাশাপাশি কুকের কোচিং নিয়েও প্রশ্ন উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে প্রশ্ন তোলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করে বিসিবি সেই প্রশ্নের উত্তর যেন মেটাল!

বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘ওর (কুক) চুক্তি নবায়ন করাচ্ছি না। এ জন্য ওকে এই সিরিজে (পাকিস্তান) পাচ্ছি না।’

পাকিস্তান সিরিজকে সামনে রেখে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে অনুশীলনে অধিনায়ক মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমকে দেখা যায়নি, আসেননি আরও দুজন। সেই নাম দুটি বাদ পড়ার গুঞ্জন থাকা লিটন দাস ও সৌম্য সরকারের। পাকিস্তান সিরিজের দল এখনো ঘোষণা না করলেও পরিবর্তন যে আসছে, সেটি নিশ্চিত করেছেন আকরাম, ‘আমরা ১৬ তারিখে দল দেব। দু-একজন পরিবর্তন হতে পারে।’

এই সিরিজকে সামনে রেখে গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তারা অনুশীলন শুরু করবে আগামীকাল থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধার শোধ না করায় অতিরিক্ত এসপিকে তিরস্কার

ট্রাম্প বরখাস্ত করেছেন শুনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, উনি করার কে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

শহীদ আবু সাঈদকে আমিই একুশ শতাব্দীর প্রথম ‘বীরশ্রেষ্ঠ’ বলেছিলাম—বিএনপির নোটিশের জবাবে ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত