নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মিরপুরের পরিবেশটা তাই শীতলই ছিল। বিকেল হতেই সেই ঠান্ডা ছাপিয়ে উষ্ণতা ছড়াল—বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের বিদায়ের খবরে। বিশ্বকাপে ভরাডুবির পর এই কোচের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকান এই কোচ তাই এখন বাংলাদেশ ক্রিকেটে অতীত, বিসিবি তাকাচ্ছে সামনের দিকে। আপাতত দেশীয় কোনো ফিল্ডিং কোচ দিয়ে পাকিস্তান সিরিজ সামাল দেওয়া হবে। এর সঙ্গে উঁচু মানের কোচের খোঁজেও থাকবে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভরাডুবির পেছনে বাংলাদেশের ফিল্ডিংটাও কম দায়ী নয়। বিশ্বকাপে ৮ ম্যাচে ১০টা ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। স্বাভাবিকভাবে ক্রিকেটারদের পাশাপাশি কুকের কোচিং নিয়েও প্রশ্ন উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে প্রশ্ন তোলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করে বিসিবি সেই প্রশ্নের উত্তর যেন মেটাল!
বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘ওর (কুক) চুক্তি নবায়ন করাচ্ছি না। এ জন্য ওকে এই সিরিজে (পাকিস্তান) পাচ্ছি না।’
পাকিস্তান সিরিজকে সামনে রেখে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে অনুশীলনে অধিনায়ক মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমকে দেখা যায়নি, আসেননি আরও দুজন। সেই নাম দুটি বাদ পড়ার গুঞ্জন থাকা লিটন দাস ও সৌম্য সরকারের। পাকিস্তান সিরিজের দল এখনো ঘোষণা না করলেও পরিবর্তন যে আসছে, সেটি নিশ্চিত করেছেন আকরাম, ‘আমরা ১৬ তারিখে দল দেব। দু-একজন পরিবর্তন হতে পারে।’
এই সিরিজকে সামনে রেখে গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তারা অনুশীলন শুরু করবে আগামীকাল থেকে।
শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মিরপুরের পরিবেশটা তাই শীতলই ছিল। বিকেল হতেই সেই ঠান্ডা ছাপিয়ে উষ্ণতা ছড়াল—বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের বিদায়ের খবরে। বিশ্বকাপে ভরাডুবির পর এই কোচের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকান এই কোচ তাই এখন বাংলাদেশ ক্রিকেটে অতীত, বিসিবি তাকাচ্ছে সামনের দিকে। আপাতত দেশীয় কোনো ফিল্ডিং কোচ দিয়ে পাকিস্তান সিরিজ সামাল দেওয়া হবে। এর সঙ্গে উঁচু মানের কোচের খোঁজেও থাকবে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভরাডুবির পেছনে বাংলাদেশের ফিল্ডিংটাও কম দায়ী নয়। বিশ্বকাপে ৮ ম্যাচে ১০টা ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। স্বাভাবিকভাবে ক্রিকেটারদের পাশাপাশি কুকের কোচিং নিয়েও প্রশ্ন উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে প্রশ্ন তোলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করে বিসিবি সেই প্রশ্নের উত্তর যেন মেটাল!
বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘ওর (কুক) চুক্তি নবায়ন করাচ্ছি না। এ জন্য ওকে এই সিরিজে (পাকিস্তান) পাচ্ছি না।’
পাকিস্তান সিরিজকে সামনে রেখে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে অনুশীলনে অধিনায়ক মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমকে দেখা যায়নি, আসেননি আরও দুজন। সেই নাম দুটি বাদ পড়ার গুঞ্জন থাকা লিটন দাস ও সৌম্য সরকারের। পাকিস্তান সিরিজের দল এখনো ঘোষণা না করলেও পরিবর্তন যে আসছে, সেটি নিশ্চিত করেছেন আকরাম, ‘আমরা ১৬ তারিখে দল দেব। দু-একজন পরিবর্তন হতে পারে।’
এই সিরিজকে সামনে রেখে গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তারা অনুশীলন শুরু করবে আগামীকাল থেকে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫