Ajker Patrika

নিখোঁজ ডলারের খোঁজ চান স্ত্রী-সন্তানেরা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ১৮
নিখোঁজ ডলারের খোঁজ চান স্ত্রী-সন্তানেরা

ময়মনসিংহের ফুলবাড়িয়ার মৎস্য ব্যবসায়ী ইমাম মেহেদী হাসান ডলারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ডলারের স্ত্রী ও পরিবার এই সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ডলারের স্ত্রী মোনতা হেনা পিংকি।

লিখিত বক্তব্যে বলা হয়, ৬ নভেম্বর ফুলবাড়িয়ায় মৎস্য খামার থেকে বাড়ি ফেরার সময় ডলার নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন যে ওই দিন বিকেল ৫টার দিকে একটি সাদা মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল যোগে একদল লোক ডলারকে উঠিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ সময় পিংকি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের দুটি শিশু কন্যা রয়েছে। স্বামীকে না পেয়ে আমি ও পরিবারের সদস্যরা পাগলপ্রায়। সন্তানেরা প্রতিনিয়ত তার বাবাকে খোঁজে। প্রধানমন্ত্রী, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে নিখোঁজ স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান।

ইমাম মেহেদি হাসান ডলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মেহেদীর বাবা লাল মাহমুদ জোড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। মৎস্য খামারের পাশাপাশি তাঁদের ইটভাটা রয়েছে।

সংবাদ সম্মেলনে নিখোঁজ মেহেদী হাসানের তিন বছরের শিশুকন্যা জাওসান, দেড় বছরের শিশুপুত্র আফরাহিম, ছোট ভাই রিজভী আহমেদ ও ভাইয়ের বউ সানজিদাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, নিখোঁজ মেহেদী হাসান ডলারের সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত