Ajker Patrika

অভিযান ব্যর্থ, উদ্ধার হলো না ১১০০ বিঘা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অভিযান ব্যর্থ, উদ্ধার হলো না ১১০০ বিঘা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ১০০ বিঘা খাসজমি উদ্ধারে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুরের রাঘববাটি মৌজায় খাসজমি উদ্ধারে যান। কিন্তু সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এলাকাবাসী ও দখলকারীদের তোপের মুখে পড়েন।

রাঘববাটি মৌজায় ১৬ বিঘা জমির অংশীদার দাবিদার মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান মধু বলেন, ‘পৈতৃক সম্পত্তিতে আমাদের আমবাগান রয়েছে। ১৯৭২ সালের আগের খাজনা রীতিমতো সরকারকে দেওয়া আছে। কিন্তু ১৯৭২ সালে ওই জমির রেকর্ডে শিকস্তি উল্লেখ করা হয়। এরপর থেকে আর খাজনা দেওয়া সম্ভব হয়নি। পুনরায় খাজনা দেবেন বলে জানান তিনি।

পার্শ্ববর্তী রাণীনগর মৌজার ২০ বিঘা জমির অংশীদার হাসান আলী বলেন, ‘পৈতৃক সম্পত্তি আমাদের ভোগদখলে রয়েছে। বর্তমানে শিকস্তি দেখিয়ে খাসজমি উদ্ধারের চেষ্টা চলছে।’  খাসজমি উদ্ধারকাজ দ্রুত বন্ধ করে পুনরায় শ্রেণি পরিবর্তনের দাবি জানান তিনি।স্থানীয়রা জানান, প্রায় এক হাজার মানুষের পৈতৃক জমি রয়েছে রাঘববাটি মৌজায়। বর্তমানে ৫০ থেকে ৭০ পরিবার গৃহ নির্মাণ করে সেখানে বসবাস করে আসছে। অনেকে কৃষিপণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। আগের মতো শ্রেণি পরিবর্তন করে বর্তমানে সরকারকে খাজনা দেবেন তাঁরা।

এ বিষয়ে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা শাহাদাত হোসেন খুররমকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। জুবায়ের হোসেন বলেন, ‘১ হাজার ১০০ বিঘা সরকারি জমি দখল করে রেখেছে গোপালপুর এবং এর আশপাশের মানুষ। তারাও জানে, এসব জমি সরকারি। তাদের কাছে খাজনার রসিদসহ কোনো কাগজপত্র নেই। সেই জমিগুলো আমরা উদ্ধার করতে যাই। পরে এলাকার লোকজন অনুরোধ করলে আলোচনার শর্তে ফিরে আসি।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর জোবায়ের আহমেদ  জানান, প্রথমে কয়েকজন পুলিশ নিয়ে জমি উদ্ধারে যান ভ্রাম্যমাণ আদালত। পরে স্থানীয় লোকজন বাধা দিলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত