Ajker Patrika

বিরতির পর বড় পর্দায় সৌমি

বিরতির পর বড় পর্দায় সৌমি

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সেমন্তী সৌমি ২০১৬ সালে নাম লেখান সিনেমায়। তবে নায়িকা হিসেবে তাঁর অভিষেক ২০১৯ সালে উত্তম আকাশের ‘বয়ফ্রেন্ড’ সিনেমা দিয়ে। এতে তাঁর বিপরীতে ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি সৌমিকে। ব্যস্ত হয়ে পড়েন নাটকে। বিরতি কাটিয়ে চার বছর পর আবার বড় পর্দায় ফিরছেন সৌমি। শেষ করেছেন ফুয়াদ চৌধুরীর পরিচালনায় ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। 

আগামী ১৫ অক্টোবর কানাডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ) উৎসবে প্রিমিয়ার হবে সিনেমাটির। এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘মেঘনা কন্যা’ নিয়ে সেমন্তী সৌমি বলেন, ‘একেবারেই গল্পনির্ভর একটি সিনেমা। ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে সরল ও সাবলীল গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা। নারী পাচারের বিষয়ও দেখা যাবে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

চার বছর পর সিনেমায় ফেরা নিয়ে সৌমি বলেন, ‘বিরতি নেওয়ার পেছনে আলাদা কোনো কারণ ছিল না। বয়ফ্রেন্ড সিনেমার পর আরও তিনটি সিনেমায় সাইন করেছিলাম। শেষ পর্যন্ত কাজগুলো করা হয়নি। ব্যাটে-বলে মিলছিল না। নাটকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পুরো মনোযোগ দিয়েছিলাম ছোট পর্দায়। এত দিন পর নিজেকে আবার বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি।’ গল্প ও ভালো চরিত্র পেলে এখন থেকে সিনেমা ও ওয়েব কনটেন্টে মনোযোগ দিতে চান সৌমি। ইতিমধ্যে কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে। শিগগির জানাবেন নতুন কাজের খবর। 

‘মেঘনা কন্যা’ সিনেমার চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। সৌমি ছাড়া এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত