Ajker Patrika

খানসামায় নৌকা চান ২২ জন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ০৫
খানসামায় নৌকা চান ২২ জন

চতুর্থ ধাপের নির্বাচনে খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নৌকার প্রার্থী হতে চান ২২ জন। ইতিমধ্যে তাঁরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জানা যায়, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে তালিকা পাঠানোর জন্য গত শুক্রবার পাকেরহাটে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। এই কাজে দায়িত্ব পালন করেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ননী গোপাল রায়, দপ্তর সম্পাদক নুরল ইসলাম ও সদস্য আমিনুল হক।

আওয়ামী লীগের ফরম সংগ্রহকারীরা হলেন আলোকঝাড়ী ইউপিতে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোকছেদুল গণি রাব্বু শাহ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ লতিফ রানা, ভেড়ভেড়ী ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সরকার, বন ও পরিবেশ সম্পাদক শাহনেওয়াজ টেংকু এবং প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আংগারপাড়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও বর্তমান চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম, খামারপাড়া ইউপিতে ফরম নিয়েছেন বর্তমান চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া চৌধুরী, সহসভাপতি মেরাজ উদ্দিন মিলিটারী, সদস্য আব্দুল হক, সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী ও যুবলীগ নেতা হাজ্জা আল হাদী বড়বাবু, ভাবকী ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মিন্টু রায়, গোয়ালডিহি ইউপিতে বর্তমান চেয়ারম্যান আইনুল হক শাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামাল ডাবলু শাহ, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান দেওয়ান, ইউপি সদস্য আঃ সবুজ ও আওয়ামী লীগ নেতা পুলিন চন্দ্র রায়৷ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, নৌকা মার্কা প্রত্যাশী প্রার্থীদের প্রস্তাবিত তালিকা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে কেন্দ্রে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত