Ajker Patrika

‘নারী পেটানো’ চেয়ারম্যানের ক্ষমা প্রার্থনা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ২৮
‘নারী পেটানো’ চেয়ারম্যানের ক্ষমা প্রার্থনা

একাদশ জাতীয় নির্বাচনের দিন স্থানীয় নারী ভোটারদের ওপর হামলার ঘটনায় মাফ চেয়ে নিজের জন্য ভোট চেয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ। এ সময় তিনি বলেন, ‘আমার দ্বার উপকারের পরিবর্তে অপকার হয়ে থাকলে আপনাদের পা ছুঁয়ে ক্ষমা চাই।’ গত শনিবার বিকেলে ইউনিয়নের জয়নগর মাদ্রাসা মাঠে আয়োজিত নিজের নির্বাচনী সভায় এসব বলেন তিনি। আব্দুর রউফ ২৬ ডিসেম্বরের চতুর্থ ধাপের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

আব্দুর রউফের বিরুদ্ধে একাদশ সংসদ নির্বাচনের দিন স্থানীয় নারী ভোটারদের লাঠিপেটা করে কেন্দ্র ছাড়ার অভিযোগ রয়েছে। শনিবারের ওই নির্বাচনী সভায় চার বছর আগের সেই ঘটনার জন্য তিনি বারবার দুঃখ প্রকাশ করেন। কাশিমাড়ী ইউপি জামায়াত অধ্যুষিত এলাকা। সভায় তিনি জামায়াতের নাম উচ্চারণ না করলেও বিএনপিসহ অন্য সবগুলো দল তাঁর পক্ষে কাজ করছে বলে দাবি করেন।

জামায়াত সমর্থক আব্দুর রউফ গত ইউপি নির্বাচনে স্থানীয় বিএনপি-জামায়াতের প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত