Ajker Patrika

গঠনতন্ত্র কাটাছেঁড়ার এজিএম আজ

রানা আব্বাস, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১০: ৩৭
গঠনতন্ত্র কাটাছেঁড়ার এজিএম আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) সংজ্ঞাই মাঝে বদলে গিয়েছিল! গঠনতন্ত্র মেনে যে সভাটা হওয়ার কথা প্রতিবছর, সেটি হতো চার বছরের ব্যবধানে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হওয়ায় এবার বিসিবি বছরের এজিএম বছরেই করছে। বর্তমান পরিচালনা পরিষদের প্রথম এজিএম হচ্ছে নির্বাচিত হওয়ার ১০ মাসের মধ্যে। আজ হোটেল সোনারগাঁয়ে হতে যাওয়া এজিএমকে গঠনতন্ত্র সংশোধন বা কাটাছেঁড়ার সভাও বলা যায়।

২০২২ এজিএমের আলোচ্যসূচি
এই এজিএমে যে গঠনতন্ত্রের ব্যাপক সংশোধনের প্রস্তাব করা হবে, সেটি বিসিবির শীর্ষ কর্তারা আগেই জানিয়েছেন। সর্বশেষ বিসিবির গঠনতন্ত্র সংশোধন অনুমোদন হয়েছে ২০১৭ সালের এজিএমে। গতকাল বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের এজিএমের আলোচ্যসূচি নিয়ে বলেছেন, ‘আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠন সময়ের দাবি। এই কাঠামো যদি করতে হয় প্রথমে গঠনতন্ত্রে সংশোধনী নিয়ে আসতে হবে। কারণ, আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কোনো বিষয় আমাদের গঠনতন্ত্রে ছিল না। এটা করতে সাধারণ পরিষদের অনুমোদন লাগে। এ কারণে এজিএমে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের জন্য যে সংশোধনী গঠনতন্ত্রে আনতে হবে, সে প্রস্তাব কাল (আজ) আনা হবে।’

আরও যে প্রস্তাব থাকছে
সাধারণ পরিষদে ঢাকা মহানগর ক্লাব প্রতিনিধি (ক্যাটাগরি-২) সংখ্যার বণ্টনে যে সমতা আনা হচ্ছে, সেটি গত মাসে জানা গেছে। ১৪-এর উপ-অনুচ্ছেদে পরিচালনা পরিষদের দায়িত্ব ও ক্ষমতায় পরিবর্তন আনার প্রস্তাব করা হচ্ছে। পরিচালনা পরিষদের কার্যকালেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন নির্বাচিত পরিচালনা পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত আগের পরিচালনা পরিষদ কাজ চালিয়ে যাবে। বাংলাদেশ টাইগার্স এবং ওয়েলফেয়ার কমিটি নামের দুটি স্থায়ী কমিটি যোগ হচ্ছে।

নির্বাচনের অধিকার চান তাঁরা
বিভিন্ন সংস্থা, সংগঠন, শিক্ষাবোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, সাবেক ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়কদের ক্যাটাগরিতে ‘অন্যান্য প্রতিনিধি (ক্যাটাগরি-৩)’ ৪৩ জন কাউন্সিলর আছেন। এই ৪৩ কাউন্সিলর থেকে প্রতি নির্বাচনে একজন পরিচালক হওয়ার সুযোগ পান। এই ক্যাটাগরিতে কাউন্সিলর অনুপাতে পরিচালক সংখ্যা কম বলে মনে করেন একাধিক কাউন্সিলর। এখানে আনুপাতিক হারে আরও দুজন পরিচালক বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। শুধু তা-ই নয়, এ ক্যাটাগরিতে বিসিবি সভাপতি মনোনীত সাবেক অধিনায়কদের নির্বাচন করার সুযোগ দেওয়ার দাবিও আছে তাঁদের। বিষয়টি নিয়ে সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান আজকের পত্রিকাকে বললেন, ‘সাবেক অধিনায়কদের কাউন্সিলরশিপ আছে। কিন্তু নির্বাচন করার অধিকার নেই। এটা সম্পূর্ণ মানবাধিকারবিরোধী বা মৌলিক অধিকার লঙ্ঘন। আর ৬টা কাউন্সিলর নিয়ে একজন পরিচালক হচ্ছে বরিশাল থেকে। ৭-৮ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক হতে পারে রংপুর ও রাজশাহী থেকে। অথচ ক্যাটাগরি তিনে ৪৩ জন থেকে মাত্র ১ জন পরিচালক। এটা কেমন বণ্টন হলো?’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও বললেন একই কথা, ‘৪৩ জন কাউন্সিলরের ক্যাটাগরিতে পরিচালকের সংখ্যা বাড়ানো উচিত। এখানে একজন সাবেক অধিনায়ক ভোট দিতে পারেন, নির্বাচন করতে পারেন না। এটা তাঁদের অধিকার। এ অধিকার সংরক্ষণ করা উচিত।’ 

আলোচনা হয়, বাস্তবায়ন হয় না
প্রতি এজিএমেই নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলরদের বক্তব্য রাখার সুযোগ থাকে। সূত্র জানায়, তাঁদের বক্তব্যের বেশির ভাগ অংশেই পরিচালনা পরিষদ বিশেষ করে বিসিবিপ্রধানকে প্রশংসায় ভাসানো হয়। এজিএমের আলোচ্যসূচিতে থাকা প্রায় সব প্রস্তাব সহজেই ‘পাস’ হয়। বোর্ডের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা, তর্কবিতর্ক, অনিয়ম-অসংগতি ধরিয়ে দেওয়ার রীতি প্রায় বিলুপ্ত। তবু ব্যতিক্রম দু-একজন কাউন্সিলর থাকেন। অবশ্য এজিএমের আলোচ্যসূচির বাইরে তাঁদের প্রস্তাব আলোর মুখ কমই দেখে। গত এজিএমে যেমন জাতীয় দলে খেলা ক্রিকেটারদের পেনশন স্কিম বা অবসরকালীন ভাতা চালু করা, যোগ্য সংগঠকদের কাউন্সিলর হিসেবে মনোনীত করা, আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধায় জাতীয় দল এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে ব্যবধান কমানো ইত্যাদি বিষয়ে আলোচনা-প্রস্তাব উঠলেও সেসব নিয়ে উদ্যোগ খুব একটা নিতে দেখা যায়নি বিসিবির। আলোচনা হয়েছিল স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে বোর্ড পরিচালকদের মনোনীত হওয়ার ব্যাপারটিও। এটিতে কাউন্সিলরদের কেউ কেউ ‘স্বার্থের সংঘাত’ বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দেখছেন। এখানেও পরিবর্তন আনার দাবি তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত