নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ভারতীয় সমর্থকদের দায়িত্বটা বেড়েই গেল! এখন তাদের শুধু ভারতের জয় কামনা করলে চলবে না, প্রার্থনায় বসতে হবে নিউজিল্যান্ডের ‘যাত্রা ভঙ্গের’ জন্যও। আজ তাই তাদের কাজটা একটু বেশিই।
আজ সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের। আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নামিবিয়া। শক্তি ও পরিসংখ্যানের হিসাবে ভারত আর নিউজিল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ড-নামিবিয়ার পার্থক্য আকাশ-পাতাল। কিন্তু সেই দুই খেলাই হয়ে দাঁড়িয়েছে অলিখিতভাবে টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ম্যাচ।
দুবাইয়ে রাত আটটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে বিকেল চারটা থেকেই কোহলিদের চোখ থাকবে শারজাতে কী হচ্ছে সেদিকেও। তখন থেকে যে নিউজিল্যান্ড ও নামিবিয়ার খেলা।
সেমিফাইনালে যেতে হলে এখন ভারতকে পরের দুই ম্যাচে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, জয়ের ব্যবধানটাও হতে হবে বড়। তাতেও অবশ্য লাভ হবে না—যদি নিউজিল্যান্ড তাদের শেষ দুই ম্যাচ জিতে। আজ তাই নিউজিল্যান্ডের হারার দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। সঙ্গে স্কটল্যান্ডকে হারাতে তো হবেই। সেটি যদি হয়—তাহলে সেমিফাইনালে যাওয়ার দুর্গম পথটা অনেকটা কণ্টকহীন হয়ে যাবে কোহলিদের।
পরশু মোহাম্মদ নবীদের বিপক্ষে ৬৬ রানে জিতে নিজেদের প্রাথমিক কাজটা দুর্দান্তভাবে সেরে রেখেছেন রোহিত শর্মা-লোকেশ রাহুলরা। এই জয়ে আশা তো বাঁচিয়ে রেখেছেই, বাড়িয়ে দিয়েছে ভারতের রান রেটটাও। আফগান ম্যাচের আগে ভারতের রান রেট ছিল ১.৬০৯। ৬৬ রানের জয়ে সেটা ০.০৭৩ হয়ে গেছে। ফলে নামিবিয়াকে টপকে এখন গ্রুপের চতুর্থ দল ভারত।
এখন বাকি দুই ম্যাচে স্কটল্যান্ড-নামিবিয়াকে হারালে ভারতের পয়েন্ট হবে ৬। তবে নিজেদের পয়েন্ট ৬ হলেই শুধু চলছে না কোহলিদের। সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্ট যেন ছয়ের বেশি না হয় সেই প্রত্যাশাও করতে হবে। অর্থাৎ নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে অন্তত এক ম্যাচে নিউজিল্যান্ড যেন হারে, সেদিকে বিরস বদনে তাকিয়ে থাকতে হবে।
স্কটল্যান্ড ম্যাচ সামনে রেখে ভারতের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন বলেন, ‘দুই হারের পর আমি বেশ হতাশ হয়ে পড়েছিলাম। ম্যাচ হারা কখনোই ভালো কিছু না। সেমিফাইনালের স্বপ্নও তাতে ধাক্কা খেয়েছে। কিন্তু গত ম্যাচের পর আমরা এখন ভালো কিছুর অপেক্ষায় আছি।’
৮ নভেম্বর সুপার টুয়েলভে ভারতের শেষ ম্যাচ। তার আগেই অবশ্য সব হিসাব জেনে যাবেন কোহলিরা। যদি নিউজিল্যান্ড দুই ম্যাচ জিতেই যায়, তাহলে ভারত সেদিন শুধু খেলতে নামবে আনুষ্ঠানিকতা সারতে।
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ভারতীয় সমর্থকদের দায়িত্বটা বেড়েই গেল! এখন তাদের শুধু ভারতের জয় কামনা করলে চলবে না, প্রার্থনায় বসতে হবে নিউজিল্যান্ডের ‘যাত্রা ভঙ্গের’ জন্যও। আজ তাই তাদের কাজটা একটু বেশিই।
আজ সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের। আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নামিবিয়া। শক্তি ও পরিসংখ্যানের হিসাবে ভারত আর নিউজিল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ড-নামিবিয়ার পার্থক্য আকাশ-পাতাল। কিন্তু সেই দুই খেলাই হয়ে দাঁড়িয়েছে অলিখিতভাবে টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ম্যাচ।
দুবাইয়ে রাত আটটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে বিকেল চারটা থেকেই কোহলিদের চোখ থাকবে শারজাতে কী হচ্ছে সেদিকেও। তখন থেকে যে নিউজিল্যান্ড ও নামিবিয়ার খেলা।
সেমিফাইনালে যেতে হলে এখন ভারতকে পরের দুই ম্যাচে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, জয়ের ব্যবধানটাও হতে হবে বড়। তাতেও অবশ্য লাভ হবে না—যদি নিউজিল্যান্ড তাদের শেষ দুই ম্যাচ জিতে। আজ তাই নিউজিল্যান্ডের হারার দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। সঙ্গে স্কটল্যান্ডকে হারাতে তো হবেই। সেটি যদি হয়—তাহলে সেমিফাইনালে যাওয়ার দুর্গম পথটা অনেকটা কণ্টকহীন হয়ে যাবে কোহলিদের।
পরশু মোহাম্মদ নবীদের বিপক্ষে ৬৬ রানে জিতে নিজেদের প্রাথমিক কাজটা দুর্দান্তভাবে সেরে রেখেছেন রোহিত শর্মা-লোকেশ রাহুলরা। এই জয়ে আশা তো বাঁচিয়ে রেখেছেই, বাড়িয়ে দিয়েছে ভারতের রান রেটটাও। আফগান ম্যাচের আগে ভারতের রান রেট ছিল ১.৬০৯। ৬৬ রানের জয়ে সেটা ০.০৭৩ হয়ে গেছে। ফলে নামিবিয়াকে টপকে এখন গ্রুপের চতুর্থ দল ভারত।
এখন বাকি দুই ম্যাচে স্কটল্যান্ড-নামিবিয়াকে হারালে ভারতের পয়েন্ট হবে ৬। তবে নিজেদের পয়েন্ট ৬ হলেই শুধু চলছে না কোহলিদের। সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্ট যেন ছয়ের বেশি না হয় সেই প্রত্যাশাও করতে হবে। অর্থাৎ নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে অন্তত এক ম্যাচে নিউজিল্যান্ড যেন হারে, সেদিকে বিরস বদনে তাকিয়ে থাকতে হবে।
স্কটল্যান্ড ম্যাচ সামনে রেখে ভারতের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন বলেন, ‘দুই হারের পর আমি বেশ হতাশ হয়ে পড়েছিলাম। ম্যাচ হারা কখনোই ভালো কিছু না। সেমিফাইনালের স্বপ্নও তাতে ধাক্কা খেয়েছে। কিন্তু গত ম্যাচের পর আমরা এখন ভালো কিছুর অপেক্ষায় আছি।’
৮ নভেম্বর সুপার টুয়েলভে ভারতের শেষ ম্যাচ। তার আগেই অবশ্য সব হিসাব জেনে যাবেন কোহলিরা। যদি নিউজিল্যান্ড দুই ম্যাচ জিতেই যায়, তাহলে ভারত সেদিন শুধু খেলতে নামবে আনুষ্ঠানিকতা সারতে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫