ইউশা আসরার
হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নিয়ে বাংলা ভাষায় এ পর্যন্ত যত বই লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে পাঠকপ্রিয় বই খুব সম্ভবত কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’। ১৯৪২ সালে বইটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক মুদ্রণ শেষ হয়েছে। ভাষা, ভক্তি ও জ্ঞানগভীরতার সুতোয় পাঠকের হৃদয়কে দীর্ঘ ৮০ বছর সমানভাবে গেঁথে রাখতে সক্ষম হয়েছেন লেখক।
কবি গোলাম মোস্তফার মতে, একজন মহাপুরুষের জীবন শুধু ঘটনা পরম্পরার বয়ান কিংবা যুক্তি-তর্কের আসর নয়, বরং তা ভক্তি, শ্রদ্ধা, বিস্ময় ও অনুভবের বিষয়। তাই তিনি সত্যের অনুসন্ধান এবং বিজ্ঞানের আলোকে নিরীক্ষার সঙ্গে সঙ্গে একজন খাঁটি আশেকে রাসুলের হৃদয়ের আকুলতা, দরদ ও প্রেমের দৃষ্টিতে মহানবী (সা.)-কে মূল্যায়ন করেছেন। ফলে ‘বিশ্বনবী’র ভাষায় একজন নবীপ্রেমিকের ভক্তি যেমন চিত্রিত হয়েছে, তেমনি যুগের চাহিদা অনুসারে ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের আলোয় তাঁর শ্রেষ্ঠত্বও প্রমাণিত হয়েছে।
কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’-কে আশ্চর্যজনক সফল বই উল্লেখ করে সৈয়দ আলী আহসান বলেন, ‘হৃদয়ের আবেগ ও বিশ্বাস শব্দে যেভাবে সমর্পিত হয়েছে, আন্তরিক অনুভূতি বর্ণনায় যেভাবে উচ্চকিত হয়েছে এবং চিত্তের উপলব্ধিজনিত আনন্দ ভাষার আবহে যেভাবে জাগ্রত হয়েছে, তার তুলনা আমাদের গদ্য সাহিত্যে সত্যিই বিরল। যদিও কখনো কখনো কবি ঐতিহাসিক ঘটনার প্রতিষ্ঠায় যুক্তি সমর্থন খুঁজেছেন কিন্তু সেসব যুক্তি উচ্ছ্বাসে সচকিত এবং বিশ্বাসের অবিচল নিষ্ঠায় প্রবহমান।’
‘বিশ্বনবী’র ভাষা-আঙ্গিক ও বর্ণনার মধুরতা আরও অনেক দিন পাঠকের হৃদয় ছুঁয়ে যাক— এই প্রত্যাশা।
বই: বিশ্বনবী, লেখক: গোলাম মোস্তফা
প্রকাশক: আহমদ পাবলিশিং হাউস, ঢাকা, দাম: ৪০০ টাকা, পৃষ্ঠা: ৪৭২
হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নিয়ে বাংলা ভাষায় এ পর্যন্ত যত বই লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে পাঠকপ্রিয় বই খুব সম্ভবত কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’। ১৯৪২ সালে বইটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক মুদ্রণ শেষ হয়েছে। ভাষা, ভক্তি ও জ্ঞানগভীরতার সুতোয় পাঠকের হৃদয়কে দীর্ঘ ৮০ বছর সমানভাবে গেঁথে রাখতে সক্ষম হয়েছেন লেখক।
কবি গোলাম মোস্তফার মতে, একজন মহাপুরুষের জীবন শুধু ঘটনা পরম্পরার বয়ান কিংবা যুক্তি-তর্কের আসর নয়, বরং তা ভক্তি, শ্রদ্ধা, বিস্ময় ও অনুভবের বিষয়। তাই তিনি সত্যের অনুসন্ধান এবং বিজ্ঞানের আলোকে নিরীক্ষার সঙ্গে সঙ্গে একজন খাঁটি আশেকে রাসুলের হৃদয়ের আকুলতা, দরদ ও প্রেমের দৃষ্টিতে মহানবী (সা.)-কে মূল্যায়ন করেছেন। ফলে ‘বিশ্বনবী’র ভাষায় একজন নবীপ্রেমিকের ভক্তি যেমন চিত্রিত হয়েছে, তেমনি যুগের চাহিদা অনুসারে ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের আলোয় তাঁর শ্রেষ্ঠত্বও প্রমাণিত হয়েছে।
কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’-কে আশ্চর্যজনক সফল বই উল্লেখ করে সৈয়দ আলী আহসান বলেন, ‘হৃদয়ের আবেগ ও বিশ্বাস শব্দে যেভাবে সমর্পিত হয়েছে, আন্তরিক অনুভূতি বর্ণনায় যেভাবে উচ্চকিত হয়েছে এবং চিত্তের উপলব্ধিজনিত আনন্দ ভাষার আবহে যেভাবে জাগ্রত হয়েছে, তার তুলনা আমাদের গদ্য সাহিত্যে সত্যিই বিরল। যদিও কখনো কখনো কবি ঐতিহাসিক ঘটনার প্রতিষ্ঠায় যুক্তি সমর্থন খুঁজেছেন কিন্তু সেসব যুক্তি উচ্ছ্বাসে সচকিত এবং বিশ্বাসের অবিচল নিষ্ঠায় প্রবহমান।’
‘বিশ্বনবী’র ভাষা-আঙ্গিক ও বর্ণনার মধুরতা আরও অনেক দিন পাঠকের হৃদয় ছুঁয়ে যাক— এই প্রত্যাশা।
বই: বিশ্বনবী, লেখক: গোলাম মোস্তফা
প্রকাশক: আহমদ পাবলিশিং হাউস, ঢাকা, দাম: ৪০০ টাকা, পৃষ্ঠা: ৪৭২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪