Ajker Patrika

আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ৪৮
আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার

শেষ মুহূর্তে জমে উঠেছে নীলফামারীর ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার। দিনভর প্রতিটি ওয়ার্ডে প্রচারে ব্যস্ত সময় পার করেন তাঁরা। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভোট। সেই হিসাবে আজ মঙ্গলবার মধ্যরাতে শেষ হবে সব ধরনের প্রচার।

এদিকে ভোটের মাঠে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের একাধিক বিদ্রোহী প্রার্থীসহ স্বতন্ত্র ব্যানারে জামায়াত ও বিএনপি প্রতিদ্বন্দ্বী করায় নির্বাচনী এলাকায় কিছুটা উত্তাপ রয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিতে দেখা যায়।

নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রমতে, ১১ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ৩৮৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বী করছেন। ইভিএমে ভোট থাকছে না কোনো কেন্দ্রে।

গতকাল সোমবার সরেজমিনে টুপামারী ইউনিয়নে গিয়ে দেখা যায়, ইউনিয়নের সর্বত্রই ভোটের আমেজ। মাইকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পক্ষে বিরতিহীন প্রচার চলছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নের হাট-বাজারের প্রত্যন্ত জনপদ। শেষ সময়ের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থক সবাই ব্যস্ত সময় পার করছেন।

সোনারায় ইউনিয়নে সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জেলা-উপজেলা নেতারা হাটে-বাজারের পথসভায় বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত