Ajker Patrika

ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

যশোর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৪: ১২
ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বদরুদ্দিন মোল্লার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বদরুদ্দিন মোল্লাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছে যশোর হাসপাতাল কর্তৃপক্ষ।

এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে হুলিহট্ট গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বদরুদ্দিন মোল্লা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমি দিতে উপজেলা নির্বাচন অফিসে যাচ্ছিলেন। যাওয়ার পথে দুর্বৃত্তরা বদরুদ্দিনের গাড়িবহরে হামলা করে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর মাইক্রোবাসটি ভেঙে দেয় দুর্বৃত্তরা। হামলায় আহত হন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বদরুদ্দিন মোল্লা (৬৫), তাঁর ছোট ভাই শাহরিয়ার মুন (৫৫), ছেলে আসিফ ইকবাল লোটাস (৪২), হুলিহট্ট গ্রামের আনসার আলীর ছেলে মাহবুবুর রহমান এবং চাঁদপুর গ্রামের ইশতিয়াক হোসেন।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারি ও নূর মোহাম্মদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন হামলায় অংশ নেয়। তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যও হুমকি দেন বলে অভিযোগ করেন বদরুদ্দিন মোল্লা।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, ‘আহতদের মধ্যে মাহবুবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অন্যরা আপাতত শঙ্কা মুক্ত।’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, ‘হামলার ঘটনা শোনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত