Ajker Patrika

সরিষাখেতে বদলেছে মৌচাষিদের ভাগ্য

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ০৯
সরিষাখেতে বদলেছে মৌচাষিদের ভাগ্য

নাটোরের গুরুদাসপুর উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে বিস্তৃত হলুদ সরিষাখেত। ফুলে ফুলে উড়ছে মৌমাছির দল। খেতের পাশেই সারিবদ্ধভাবে বসানো হয়েছে মৌ-বাক্স। মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা। মধু সংগ্রহকারীরা বলছেন, সরিষার মৌসুমে তাঁদের আয়-রোজগার বেড়ে যায়। সরিষাখেত তাঁদের জন্য আশীর্বাদ বয়ে আনে। এদিকে মৌমাছির মাধ্যমে পরাগায়নের ফলে সরিষার উৎপাদন বেড়ে যাওয়ায় খুশি চাষিরাও।

গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৭৮০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে লক্ষ্যমাত্রায় চেয়ে বেশি পরিমাণ সরিষা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল বুধবার সরেজমিনে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা, বামনবাড়িয়া, রুহাই ও দরদম গ্রামে গিয়ে দেখা গেছে, সরিষাখেতে মৌমাছির গুঞ্জন। খেতের পাশেই মৌচাষিরা বাক্স পেতে বসেছেন। ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সের ভেতর ঢুকছে আর বের হচ্ছে অসংখ্য মৌমাছি।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের মৌচাষি সানোয়ার হোসেন (৩৫) জানান, তিনি সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য রুহাই এসেছেন। তাঁর ১৪০টি মৌ-বাক্স আছে। সেখান থেকে সপ্তাহে আট মণ মধু সংগ্রহ করা হয়। এ কাজে তাঁকে সহায়তা করতে দুজন শ্রমিক রয়েছেন। সব খরচ বাদ দিয়ে মধু থেকে প্রতি সপ্তাহে তাঁর ৩২ হাজার টাকা লাভ হয় বলে জানান তিনি।

একই ইউনিয়নের মোল্লাবাজার গ্রামের মৌচাষি বেলাল হোসেন জানান, ডিসেম্বরজুড়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা হয়ে থাকে। উপজেলার অন্তত ৪০ জন মৌচাষি এ পেশায় যুক্ত।

রুহাই গ্রামের কৃষক আতিকুর রহমান (৪৫) জানান, এবার ১০ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। অল্প সময়ে এ ফসল ঘরে তুলে বোরো চাষ করা যায়। মৌচাষিদের কারণে সরিষার বেশি ফলনের আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ জানান, উপজেলায় ৭৮০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৮০ মণ। সরিষা ফুলকেন্দ্রিক মধু সংগ্রহে কৃষক ও মৌচাষি উভয়ই লাভবান হচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত