Ajker Patrika

বেশির ভাগেই জয় নৌকার

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ৪৮
বেশির ভাগেই জয় নৌকার

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও চুয়াডাঙ্গায় ২৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ভোটগ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশির ভাগ জয়ী চেয়্যারম্যানগণ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এ ইউপি নির্বাচন নিয়ে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:

নগরকান্দা: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান সাহেব ফকির (নৌকা), পুরাপাড়া ইউনিয়নে আতাউর রহমান বাবু ফকির (আনারস), কোদালিয়া শহীদনগর ইউনিয়নে খোন্দকার জাকির হোসেন নিলু (নৌকা), কাইচাইল ইউনিয়নে মোস্তফা খান (নৌকা), লস্করদিয়া ইউনিয়নে হাবিবুর রহমান বাবুল তালুকদার (চশমা), তালমা ইউনিয়নে কামাল হোসেন মিয়া (মোটরসাইকেল), রামনগর ইউনিয়নে কাইমুদ্দিন মন্ডল (আনারস), ডাঙ্গী ইউনিয়নে কাজী আবুল কালাম (নৌকা), ফুলসুতি ইউনিয়নে আরিফ হোসেন (নৌকা)।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। উজানচর ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী গোলজার হোসেন এবং ছোট ভাকলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আ. লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন জয়লাভ করেছেন।

গতকাল বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আট টার দিকে উপজেলা পরিষদের হলরুম থেকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. নিজামউদ্দিন আহমেদ বেসরকারিভাবে তাঁদের জয়ী ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে উজানচর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী গোলজার হোসেন মৃধা পেয়েছেন ৯ হাজার ৯৪৩ ভোট। তাঁর নিকটতম প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৩১ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী দিলদার আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৭৩ ভোট।

প্রার্থীঅপরদিকে ছোট ভাকলা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন পেয়েছেন ৬ হাজার ৪ শত ৯৪ ভোট। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪ শত ৫৩ ভোট। মোট ২ হাজার ৪১ ব্যবধানে বিজয়ী হয়েছেন আমজাদ হোসেন।

জীবননগর: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সীমান্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইশাবুল ইসলাম মিল্টন বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ১৫ হাজার ৫৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে ২ হাজার ৭ শত ৭৭ ভোট পেয়েছেন।

এ ইউনিয়নে ভোটারের সংখ্যা মোট ২৩ হাজার ৭৪৬ জন। মোট বৈধ ভোট পড়েছে ১৭ হাজার ৩৬৪ এবং বাতিল ভোট ৭০৪টি।

জীবননগর উপজেলঅ নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

সালথা: উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ ইউনিয়নে বিজয়ী হলেন যারা, রামকান্তপুর ইউনিয়ন পরিষদে ইশারত হোসেন (টেলিফোন)। আটঘর ইউনিয়ন পরিষদে শহিদুল হাসান খান সোহাগ (নৌকা)। ভাওয়াল ইউনিয়ন পরিষদে ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা)। গট্টি ইউনিয়ন পরিষদে হাবিবুর রহমান লাবলু (নৌকা)। মাঝারদিয়া ইউনিয়ন পরিষদে আফসার উদ্দিন মাতুব্বর (নৌকা)। সোনাপুর ইউনিয়ন পরিষদে খায়রুজ্জামান বাবু মোল্লা (নৌকা)। যদুনন্দী ইউপিতে মো. রফিক মোল্লা (মোটরসাইকেল)। বল্লভদি ইউপিতে খোন্দকার শাহিনুজ্জামান (নৌকা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত