Ajker Patrika

‘করোনা নিয়ে এখনো উদাসীন মানুষ’

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৩১
‘করোনা নিয়ে এখনো উদাসীন মানুষ’

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাধারণ মানুষের মাঝে করোনা সংক্রমণের ভয় একেবারেই কেটে গেছে। হাট-বাজার, অফিস-আদালত, স্কুল-কলেজ সব জায়গায় সবাই স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন। দেশে করোনা সংক্রমের শুরুতে মানুষের মধ্যে যে ভীতি ছিল, তা এখন আর নেই।

গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন অফিস, ব্যাংক-বিমা ও বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় প্রায় সবাই এখন মাস্ক ছাড়াই চলাফেরা করছেন। করোনার প্রতিষেধক টিকা গ্রহণকারীরাতো বটেই অন্যদের মাঝেও মাস্ক ব্যবহারে রয়েছে অনীহা।

করোনা সংক্রমণ নিয়ে চরম উদাসীনতার ফল মারাত্মক হতে পারে বলে মন্তব্য করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কাউসার হিমেল। তিনি জানান, উপজেলায় গত ছয় মাসে করোনা সংক্রমণের হার কিছুটা কম, এই সময়ে মৃত্যুও নেই। কিন্তু চিন্তার বিষয় এখন করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে। রোগীদের উপসর্গেও ভিন্নতা রয়েছে। অনেক ক্ষেত্রে উপসর্গ খুবই মৃদু আকারে দেখা দেয়। ফলে মানুষজন রোগটিকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছে। এটার ফলাফল খুবই মারাত্মক হতে পারে। বিশেষ করে ওমিক্রন ভ্যারিয়েন্টের করোনা খুবই দ্রুত ছড়ায়। ফলে করোনা থেকে বাঁচতে চাইলে সাবধান থাকতে হবে সবাইকে। মাস্ককে উপেক্ষা করা চলবে না কোনোভাবেই।

করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও চিকিৎসার সঙ্গে জড়িত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘এই উপজেলায় আগে করোনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩০-৪০ জনের নমুনা পরীক্ষা করা হতো। রোগীর নমুনা পরীক্ষার চাপ সামাল দিতে না পারলে জেলা সদরের ভাষা বীর এমএ ওয়াদুদ আরটিসিপিসিআর ল্যাবে নমুনা পাঠানো হতো। প্রায় ৩ মাস আগ থেকে করোনার নমুনা দেওয়া লোকের সংখ্যা কমেছে। আগে হাসপাতালে নমুনা দেওয়ার জন্য যে ভিড় ছিল, সেই ভিড় এখন অনেক কম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত