জসিম উদ্দিন, নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে চাষ হচ্ছে ঔষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’। যা ‘কালো ধান’ নামে পরিচিত। বাজারে এ ধান বা চালের দাম বেশি হওয়ায় চাষিরা আগামী মৌসুমে জমিতে নতুন প্রজাতির এ ধান চাষে আগ্রহ প্রকাশ করছেন। এদিকে নতুন প্রজাতির ধান চাষের খবর পেয়ে দেখার জন্য উৎসুক জনতাও ভিড় করছেন।
সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর দেওয়ানিপাড়া গ্রামের চাষি মো. শফিকুল ইসলাম বাবু প্রথমবারের মতো কালো ধানের পরীক্ষামূলকভাবে চাষ করেছেন। অন্যান্য ধানের মতোই এই ধানগাছ দেখতে সবুজ। তবে ধানগুলো কালো। প্রতিটি গাছের ডগায় ঝুলছে কালো ধানের শিষ। চলতি মৌসুমে তিনি ২২ শতক জমিতে এ ধান চাষ করে আশার আলো দেখছেন।
মাঠেই কথা হয় চাষি মো. শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এ ধানের ওষধি গুণাগুণের কথা জেনে চাষের ইচ্ছা জাগে। পরে ১ হাজার টাকায় ২৫০ গ্রাম ধানের বীজ কিনে ২২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করি। এ ধানের খেতে রোগবালাই নেই বললেই চলে। হালচাষ, রোপণ, মজুরি, সার, কীটনাশকসহ মোট খরচ হয়েছে সাড়ে ৩ হাজার টাকা। জমি থেকে ১০-১২ মণ ধানের ফলন আশা করছি। আর মাত্র দুই সপ্তাহের ধান কাটতে হবে।’
ওই গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ধানগাছগুলো বেশ সুন্দর এবং অন্যান্য ধানগাছের মতোই। শুধু ধানগুলো কালো। আর এই কালো ধান থেকেই বের হবে কালো রঙের চাল। শুনেছি এই ধানের চালের ভাত খেলে অনেক রোগবালাই কমে যায়। তাই এই চালের ভাত খাওয়ার জন্য এই ধান সংগ্রহ করবেন তিনি।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান (শস্য) আজকের পত্রিকাকে জানান, কালো ধানে ফাইবার থাকায় হার্টকে রাখে সুস্থ। এ ছাড়া ডায়াবেটিস, স্নায়ুরোগ ও বার্ধক্য প্রতিরোধ করে। সৈয়দপুরে কালো ধান চাষ করা ওই চাষিকে ধানের বিপণন, সংরক্ষণসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
নীলফামারীর সৈয়দপুরে চাষ হচ্ছে ঔষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’। যা ‘কালো ধান’ নামে পরিচিত। বাজারে এ ধান বা চালের দাম বেশি হওয়ায় চাষিরা আগামী মৌসুমে জমিতে নতুন প্রজাতির এ ধান চাষে আগ্রহ প্রকাশ করছেন। এদিকে নতুন প্রজাতির ধান চাষের খবর পেয়ে দেখার জন্য উৎসুক জনতাও ভিড় করছেন।
সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর দেওয়ানিপাড়া গ্রামের চাষি মো. শফিকুল ইসলাম বাবু প্রথমবারের মতো কালো ধানের পরীক্ষামূলকভাবে চাষ করেছেন। অন্যান্য ধানের মতোই এই ধানগাছ দেখতে সবুজ। তবে ধানগুলো কালো। প্রতিটি গাছের ডগায় ঝুলছে কালো ধানের শিষ। চলতি মৌসুমে তিনি ২২ শতক জমিতে এ ধান চাষ করে আশার আলো দেখছেন।
মাঠেই কথা হয় চাষি মো. শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এ ধানের ওষধি গুণাগুণের কথা জেনে চাষের ইচ্ছা জাগে। পরে ১ হাজার টাকায় ২৫০ গ্রাম ধানের বীজ কিনে ২২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করি। এ ধানের খেতে রোগবালাই নেই বললেই চলে। হালচাষ, রোপণ, মজুরি, সার, কীটনাশকসহ মোট খরচ হয়েছে সাড়ে ৩ হাজার টাকা। জমি থেকে ১০-১২ মণ ধানের ফলন আশা করছি। আর মাত্র দুই সপ্তাহের ধান কাটতে হবে।’
ওই গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ধানগাছগুলো বেশ সুন্দর এবং অন্যান্য ধানগাছের মতোই। শুধু ধানগুলো কালো। আর এই কালো ধান থেকেই বের হবে কালো রঙের চাল। শুনেছি এই ধানের চালের ভাত খেলে অনেক রোগবালাই কমে যায়। তাই এই চালের ভাত খাওয়ার জন্য এই ধান সংগ্রহ করবেন তিনি।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান (শস্য) আজকের পত্রিকাকে জানান, কালো ধানে ফাইবার থাকায় হার্টকে রাখে সুস্থ। এ ছাড়া ডায়াবেটিস, স্নায়ুরোগ ও বার্ধক্য প্রতিরোধ করে। সৈয়দপুরে কালো ধান চাষ করা ওই চাষিকে ধানের বিপণন, সংরক্ষণসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫