সম্পাদকীয়
নভেম্বরে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯২ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার নির্বাহী আদেশে বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বাড়ানো হয়েছে ৫ শতাংশ। ইউনিটপ্রতি গড় দাম বাড়ছে ৩৬ পয়সা। ১৪ বছরে ১১ বারের মতো বিদ্যুতের খুচরা দাম বাড়ল। জানুয়ারি থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে। বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারণে জনগণের স্বার্থরক্ষার একমাত্র সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাদের পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়াল সরকার। এর আগে কখনো এভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।
বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানির সময় এবং পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে কয়েকবার বলেছিলেন, সরকার নির্বাহী আদেশে দাম বাড়াবে না। দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে বিইআরসি।
প্রশ্ন হলো, তাহলে বিইআরসিকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর এই নির্বাহী আদেশ কেন?
আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণসহায়তা পাওয়ার জন্যই এটা করা হয়েছে। আইএমএফ সরকারকে ঋণ দিতে প্রাথমিকভাবে রাজি হলেও জুড়ে দিয়েছে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের ভর্তুকি তুলে নেওয়ার মতো সব শর্ত। ঋণচুক্তি চূড়ান্ত করতে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ বাংলাদেশে আসছেন ১৬ জানুয়ারি।
দাম বাড়ানোর ক্ষমতা নিজেদের হাতে নিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন করে গত ১ ডিসেম্বর অধ্যাদেশ জারি করে সরকার। সংশোধনের সময় বলা হয়েছিল, বিশেষ পরিস্থিতিতে দাম বাড়াবে সরকার। ১২ জানুয়ারি প্রথমবারের মতো সরকার এ ক্ষমতার প্রয়োগ করল।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রস্তাব গণশুনানি শেষে আদেশের অপেক্ষায় আছে। সেই আদেশ আসতে দেরি হবে এবং তত দিনে আইএমএফ মিশন ঢাকা ছেড়ে যাবে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে ইতিবাচক—এমন ধারণা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে বিইআরসিকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হলো।
আইএমএফের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের সঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর যোগসূত্রের বিষয়টি ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলীও প্রকারান্তরে স্বীকার করেছেন।
তবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. শামসুল আলম বলেছেন, ‘১২-১৩ বছর সরকারি রেগুলেটরের মাধ্যমে কোম্পানিগুলোকে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে এনে জবাবদিহির জন্য যে আন্দোলন করা হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানোর এই একতরফা সিদ্ধান্তে তা হোঁচট খেল। এটা আইনের দর্শনের পরিপন্থী। তাতে বোঝা যায়, সরকার জবাবদিহির মধ্যে আসতে
চায় না।’
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে ভোক্তাদের ওপর যে চাপ বাড়বে—তাতে সন্দেহ নেই। এর প্রভাব বাজারেও পড়বে বলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একশ্রেণির মুনাফালোভী সুযোগের অপেক্ষায় থাকে। বিদ্যুতের দাম বাড়ানোর অজুহাতে বাজারে জিনিসপত্রের দাম যেন যুক্তিহীনভাবে বেড়ে না যায়, সরকার সেটা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে।
নভেম্বরে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯২ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার নির্বাহী আদেশে বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বাড়ানো হয়েছে ৫ শতাংশ। ইউনিটপ্রতি গড় দাম বাড়ছে ৩৬ পয়সা। ১৪ বছরে ১১ বারের মতো বিদ্যুতের খুচরা দাম বাড়ল। জানুয়ারি থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে। বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারণে জনগণের স্বার্থরক্ষার একমাত্র সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাদের পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়াল সরকার। এর আগে কখনো এভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।
বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানির সময় এবং পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে কয়েকবার বলেছিলেন, সরকার নির্বাহী আদেশে দাম বাড়াবে না। দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে বিইআরসি।
প্রশ্ন হলো, তাহলে বিইআরসিকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর এই নির্বাহী আদেশ কেন?
আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণসহায়তা পাওয়ার জন্যই এটা করা হয়েছে। আইএমএফ সরকারকে ঋণ দিতে প্রাথমিকভাবে রাজি হলেও জুড়ে দিয়েছে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের ভর্তুকি তুলে নেওয়ার মতো সব শর্ত। ঋণচুক্তি চূড়ান্ত করতে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ বাংলাদেশে আসছেন ১৬ জানুয়ারি।
দাম বাড়ানোর ক্ষমতা নিজেদের হাতে নিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন করে গত ১ ডিসেম্বর অধ্যাদেশ জারি করে সরকার। সংশোধনের সময় বলা হয়েছিল, বিশেষ পরিস্থিতিতে দাম বাড়াবে সরকার। ১২ জানুয়ারি প্রথমবারের মতো সরকার এ ক্ষমতার প্রয়োগ করল।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রস্তাব গণশুনানি শেষে আদেশের অপেক্ষায় আছে। সেই আদেশ আসতে দেরি হবে এবং তত দিনে আইএমএফ মিশন ঢাকা ছেড়ে যাবে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে ইতিবাচক—এমন ধারণা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে বিইআরসিকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হলো।
আইএমএফের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের সঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর যোগসূত্রের বিষয়টি ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলীও প্রকারান্তরে স্বীকার করেছেন।
তবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. শামসুল আলম বলেছেন, ‘১২-১৩ বছর সরকারি রেগুলেটরের মাধ্যমে কোম্পানিগুলোকে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে এনে জবাবদিহির জন্য যে আন্দোলন করা হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানোর এই একতরফা সিদ্ধান্তে তা হোঁচট খেল। এটা আইনের দর্শনের পরিপন্থী। তাতে বোঝা যায়, সরকার জবাবদিহির মধ্যে আসতে
চায় না।’
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে ভোক্তাদের ওপর যে চাপ বাড়বে—তাতে সন্দেহ নেই। এর প্রভাব বাজারেও পড়বে বলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একশ্রেণির মুনাফালোভী সুযোগের অপেক্ষায় থাকে। বিদ্যুতের দাম বাড়ানোর অজুহাতে বাজারে জিনিসপত্রের দাম যেন যুক্তিহীনভাবে বেড়ে না যায়, সরকার সেটা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫