Ajker Patrika

‘সাংবাদিকতার মান বাড়াতে কাজ করছি’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ৩১
‘সাংবাদিকতার মান বাড়াতে কাজ করছি’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সাংবাদিকতা পেশার মান বাড়াতে কাজ করছি, যাতে সাংবাদিকেরা দেশ ও জনগণের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।’ গতকাল সোমবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউস কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

‘সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকতা পেশায় নীতি ও নৈতিকতার পাশাপাশি গণমাধ্যমকে বিশ্বাসযোগ্য করতে প্রেস কাউন্সিল ভূমিকা রাখতে নতুন আইন প্রণয়ন করছে। পেশাদার সাংবাদিকদের জন্য অনলাইন ডেটাবেইস তৈরির নীতিমালাও অনুমোদন করেছে। সাংবাদিকদের আইনগতভাবে হয়রানি নিরসনে প্রেস কাউন্সিল ভূমিকা পালন করতে চায় বলেও জানান তিনি।

কর্মশালায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ শাহ আলম, সাবেক সদস্য ও বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পারভেসুর রহমান, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত