Ajker Patrika

নয়ন হত্যায় মামলায় এক আসামি গ্রেপ্তার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪: ২৭
নয়ন হত্যায় মামলায় এক আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ কর্মী নয়ন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত নয়নের বড় ভাই মো. রতন শেখ ২১ জনের নাম উল্লেখ এবং আরও ১০ জনকে অজ্ঞাত আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন।

এ ঘটনায় গতকাল শনিবার বিপ্লবকে (৪৫) নামের একজনকে আটক করেছে র‍্যাব। পরে তাঁকে নয়ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাওরাইদ বাজারে আওয়ামী লীগ অফিসে ডেকে এনে নয়ন শেখকে অবরুদ্ধ করে মারপিট করা হয়। আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যান। এ সময় খায়রুল মীর ও তাঁর সহযোগীরা পুকুরে ফেলে পিটিয়ে নয়ন শেখকে হত্যা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্ত ও গ্রেপ্তার অভিযান শুরু করে। পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে শনিবার রাত সাতটার দিকে কাওরাইদ এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি বিপ্লবকে আটক করে র‍্যাব। বিপ্লবকে থানায় সোপর্দ করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত