Ajker Patrika

যশোরে আহ্বায়ক কমিটিতেই পার ৬ বছর, চলছে অস্থিরতা

যশোর প্রতিনিধি
যশোরে আহ্বায়ক কমিটিতেই পার ৬ বছর, চলছে অস্থিরতা

আহ্বায়ক কমিটি দিয়েই চলছে যশোর জেলা বিএনপি। এভাবে ছয় বছর পেরিয়ে গেলেও এখনো দলীয় কাউন্সিল হয়নি। ফলে নতুন কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতারা হতাশ হয়ে পড়েছেন। নেতা-কর্মীরা জানিয়েছেন, শহরকেন্দ্রিক রাজনীতিতে বিএনপি সরব থাকলেও উপজেলার অবস্থা অগোছালো। জেলার ১৬টি ইউনিটের মধ্যে আটটিতে কমিটি হলেও বাকিগুলোতে না হওয়ায় তৃণমূলে বিরাজ করছে অসন্তোষ।

এদিকে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রুপিং, দখলবাজি, হামলা ও চাঁদাবাজিতে দলে অস্থিরতা বিরাজ করছে। শৃঙ্খলা ধরে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছেন জেলার শীর্ষ নেতারা। যদিও শৃঙ্খলা ফেরাতে গত দুই সপ্তাহে এক উপজেলা কমিটি স্থগিতসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সতর্ক করা হয়েছে ইন্ধনদাতা জেলা ও উপজেলার শীর্ষ নেতাদের।

দলীয় সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণের ১০ বছর পর ২০১৮ সালের ২০ মে ভেঙে দেওয়া হয়েছিল যশোর জেলা বিএনপির নির্বাহী কমিটি। পরে ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সহধর্মিণী নার্গিস বেগমকে আহ্বায়ক আর সাবেরুল হক সাবুকে সদস্যসচিব করা হয়। আহ্বায়ক কমিটিকে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়। কিন্তু এরই মধ্যে ছয় বছর পেরিয়ে গেলেও সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে পারেনি জেলা বিএনপি।

এ ছাড়া উপজেলার সাংগঠনিক অবস্থাও অগোছালো। আটটি উপজেলার মধ্যে সদর, বাঘারপাড়া, মনিরামপুর ও কেশবপুরে কমিটি করা হলেও সেটি আহ্বায়ক কমিটি। একই পন্থায় এই চার উপজেলার পৌর কমিটিগুলোও করা হয়েছে। গ্রুপিংয়ের জেরে কমিটি করতে পারেনি চৌগাছা, ঝিকরগাছা, অভয়নগর ও শার্শা উপজেলা এবং পৌর কমিটি। এর মধ্যে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘর্ষের জেরে স্থগিত রাখা হয়েছে ঝিকরগাছা উপজেলা কমিটি। এ ছাড়া জেলার ৯৩টি ইউনিয়নের বেশির ভাগ কমিটি মেয়াদোত্তীর্ণ। 

এ নিয়ে কথা হলে জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন না হলেও এর প্রক্রিয়া ৮০ শতাংশ শেষ হয়েছে। এরপর উপজেলা কমিটি গঠন করা হবে। দলে যে বিশৃঙ্খলা ছিল, তা খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে কাটিয়ে উঠেছি। নেতারা অনেক উজ্জীবিত। তৃণমূলে সাংগঠনিক কমিটি না থাকায় কোনো প্রভাব পড়ছে না।’

দলে অস্থিরতা: রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দখলবাজি, হামলা ও চাঁদাবাজিতে মেতে ওঠেন বলে অভিযোগ ওঠে। প্রকাশ্যে আসে গ্রুপিংও। এতে দলে দেখা দেয় অস্থিরতা। জেলা কমিটি কর্মসূচি দিলেও গ্রুপিংয়ের কারণে পৃথক কর্মসূচি করতে দেখা গেছে চৌগাছা, ঝিকরগাছা ও মনিরামপুরে। গ্রুপিংয়ের ফলে সংঘর্ষ হয়েছে ঝিকরগাছাতে। সেখানে সাংগঠনিক কমিটি স্থগিত করেছে জেলা কমিটি। এ ছাড়া জেলার অর্ধশতাধিক নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার এবং শোকজ করা হয়েছে। সতর্ক করা হয়েছে স্থানীয় শীর্ষ নেতাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত