Ajker Patrika

উচ্ছেদের খবরে দোকান সরালেন দখলদারেরা

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৮: ২০
উচ্ছেদের খবরে দোকান সরালেন দখলদারেরা

কুমিল্লা-সিলেট মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এই খবরে গতকাল বৃহস্পতিবার মহাসড়কের বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার অংশের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিয়েছেন দখলদারেরা। এতে এই অংশে গতকালের নির্ধারিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসন।

জানা যায়, বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর বাজারের দুই পাশে অবৈধভাবে সড়ক ও জনপথের জমি দখল করে বহু দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে ওই ব্যস্ততম সড়ক এবং বাজারটির ওপর দিয়ে হাজার হাজার যাত্রীবাহী, মালবাহীসহ বিভিন্ন যান চলাচল ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিদিন দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা।

সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ তাদের জমি উদ্ধারের জন্য গণবিজ্ঞপ্তি ও উচ্ছেদের নোটিশ দেয়। সিদ্ধান্ত মোতাবেক গতকাল সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার কথা ছিল। এর আগেই স্থানীয় অবৈধ দখলদার ব্যবসায়ীরা তাঁদের দোকান ভেঙে মালামাল সরিয়ে নেন।

এদিকে অবৈধভাবে ব্যবসা করার সুযোগ চান দখলদারেরা। তাঁরা এজন্য মানবিক কারণ দেখাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী আলিফ রায়হান হামিদ, আরিফুর রহমান সমুন জানান, রমজান মাস আসছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সড়ক বিভাগের কাছে মানবিক আবেদন করা হয়েছে। কিছু সময় চাওয়া হয়েছে।

ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্কান্দার আলী ভূঁইয়া আমির বলেন, ‘কংশনগর বাজারের অধিকাংশ ব্যবসায়ী স্থানীয়। এঁদের বেশির ভাগ গরিব। তাই সবার মানবিক দিক চিন্তা করে উপজেলা প্রশাসনকে আমি অনুরোধ করেছি, রমজান মাসের জন্য ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়নি। স্থানীয় চেয়ারম্যান ইস্কান্দার আলী আমির ভূঁইয়াসহ বাজারের সাধারণ ব্যবসায়ীরা মানবিক আবেদন করেছেন যে, রমজান মাস পর্যন্ত সময় দেওয়া হোক। ব্যবসায়ীদের এবং রমজান মাসের কথা বিবেচনা করে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে।

জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশল সুনীত চাকমা বলেন, ‘আমাদের উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়নি। অভিযান চলমান রয়েছে। ব্যবসায়ীদের অনুরোধে রমজান মাসের মানবিক কারণ বিবেচনা করে আমরা অভিযান বন্ধ রেখেছি। রমজানের পর এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত